ইতিহাস গড়ল ভারত। অবশেষে চাঁদের মাটি ছুঁল চন্দ্রযান ৩! অসাধারণ সাফল্য পেল ইসরো। ইসরোর চেয়ারম্যান এস সোমনাথ বলেন, ‘ভারত চাঁদে পৌঁছেছে। সফ্ট ল্যান্ডিং করতে পেরেছি আমরা!’
এদিন সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল শেষ ১৫ মিনিটের যাত্রা। প্রথমে চাঁদের উপর ৩০ কিলোমিটার উচ্চতায় নিয়ে যাওয়া হয় ল্যান্ডার বিক্রমকে। অবতরণ স্থল থেকে তার দূরত্ব ছিল ৭৪৫.৫ কিলোমিটার। ৩০ কিলোমিটার উচ্চতা থেকে চাঁদের দিকে নেমে আসার প্রক্রিয়ায় ল্যান্ডারের গতিবেগ ছিল প্রতি সেকেন্ডে ১.৬ কিলোমিটার। অত্যন্ত সতর্কতার সঙ্গে সময় ও গতিবেগ হিসেব করে নামে চন্দ্রযান ৩।
এদিন সন্ধ্যা ৬.০৪ নাগাদ চন্দ্রযান ৩ চাঁদের বুকে সফল অবতরণের পর প্রধানমন্ত্রী বলেন, “আমার প্রিয় পরিবার, যখন আমাদের চোখের সামনে এইরকম ইতিহাস গড়তে দেখলাম, তখন জীবন ধন্য হয়ে যায়। এটি একটি অবিস্মরণীয় মুহূর্ত। এই সফলতাই মূলত যাবতীয় মুশকিলের মহাসাগরকে পার করে নিয়ে যাবে। আমাদের বৈজ্ঞানিক সাথীরাও বলেছেন, চাঁদের দেশে ভারত। আজকে আমরা মহাকাশে নতুন ভারতের নয়া উড়ানের সাক্ষী হলাম।”
প্রসঙ্গত, ভারত হল প্রথম দেশ, চাঁদের দক্ষিণ মেরুতে সফলভাবে যার মহাকাশযানের সফট ল্যান্ডিং হল। এর আগে কোনও মহাকাশযান সফলভাবে চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করতে পারেনি। তাই ওই অংশ নিয়ে কৌতূহল এত বেশি। একেবারে অজানা জায়গা হওয়ার কারণে বিক্রমের অবতরণও ছিল যথেষ্ট কঠিন। সফলভাবে অবতরণের পর সেখানে কী আছে, আর কী নেই তার খোঁজ এবার নেবে ভারতের চন্দ্রযান।