আনলক করে লাভের বদলে ক্ষতির মুখেই পড়ল দেশ। মাত্র ২৪ ঘন্টায় করোনা কেড়ে নিল ৩৫৭ প্রাণ। যা দেশে এখন পর্যন্ত সর্বোচ্চ। আক্রান্তের সংখ্যাতেও রেকর্ড। গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত ৯ হাজার ৯৯৬। ১০ হাজার থেকে মাত্র ৪ জন কম। বৃহস্পতিবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের মেডিক্যাল বুলেটিনে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে ৩৫৭ জনের। এর ফলে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৮,১০২ জন। মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ২,৮৬,৫৭৯ জন।
এই মুহুর্তে ভারতে সক্রিয় করোনা আক্রান্ত ১ লক্ষ ৩৩ হাজার ৬৩২। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী হর্ষবর্ধন বলেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দক্ষ নেতৃত্ব, সঠিক সিদ্ধান্ত ও জনসাধারণের ঐকান্তিক প্রচেষ্টাতেই আমরা করোনার উপরে প্রভাব বিস্তার করতে পেরেছি। বিশ্বের ছোট ছোট দেশে যখন করোনার জন্য প্রচুর লোক আক্রান্ত হচ্ছেন, মারা যাচ্ছেন, তখন ভারতে প্রতি লক্ষ জনসংখ্যায় করোনা রোগীর সংখ্যা, মৃতের সংখ্যা তুলনামূলকভাবে অনেক কম। এই লড়াই চালিয়ে যেতে হবে। প্রধানমন্ত্রীর দেখানো পথে, স্বাস্থ্য নির্দেশিকা মেনে। সামাজিক দূরত্ব, মাস্ক, হাত ধোওয়ার নীতি ভুললে চলবে না।’
উল্লেখ্য, সারা দেশে এখনও পর্যন্ত মোট করোনা আক্রান্তর সংখ্যা বেশ কিছু সংবাদ মাধ্যমের হিসাবে প্রায় ২ লক্ষ ৮০ হাজার ছাড়িয়েছে। এখন মহারাষ্ট্রে শুধুমাত্র মহারাষ্ট্রতেই করোনা আক্রান্ত ৯০ হাজার ৭৮৭। মহারাষ্ট্রে মোট মৃত্যু হয়েছে ৩ হাজার ২৮৯ জনের। পরেই করোনায় জর্জরিত তামিলনাড়ু ও দিল্লি। তামিলনাড়ুতে এই মুহুর্তে মোট করোনা আক্রান্ত ৩৪ হাজার ৯১৪। তামিলনাড়ু থেকে ৩০৭ জনের প্রাণ কেড়ে নিয়েছে এই মারণ ভাইরাস। কেজরিওয়ালের রাজ্যেও করোনা আক্রান্তর সংখ্যা ৩১ হাজার ৩০৯। রাজধানীতে নোভেল হানায় প্রাণ হারিয়েছেন ৯০৫ জন। দেশে সর্বোচ্চ করোনা আক্রান্তর পরিসংখ্যানে অষ্টম স্থানে রয়েছে বাংলা। বঙ্গে মোট করোনা আক্রান্ত ৮ হাজার ৯৮৫। করোনায় মৃত্যু হয়েছে ৪১৫ জনের।