লিড নিউজ

চিনের দাবিকে নস্যাৎ করল ভারত

বারবার প্রতিশ্রুতি দিলেও কাজের কাজ করেনি চিন। এদিকে লাদাখ সীমান্তে ভারত–চিনের সংঘর্ষের পর কেটে গিয়েছে বেশ কয়েকটা দিন। ইতিমধ্যেই ভারতের হাতে চলে এসেছে রাফাল। একাধিকবার উচ্চ–পর্যায়ের বৈঠকের পর সেনা সরাতে রাজি হলেও সম্পূর্ণ সেনা সরায়নি চিন। তবে চিনের পক্ষ থেকে পূর্ব লাদাখের বেশির ভাগ জায়গা থেকে সেনা সরিয়ে নেওয়ার যে কথা বলা হয়েছে, এবার তা নস্যাৎ করে দিল ভারতের বিদেশ মন্ত্রক।
বিদেশ মন্ত্রকের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তবকে চিনের সেনা সরানোর বিষয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, প্রক্রিয়া শুরু হলেও সম্পূর্ণ সেনা সরেনি। অদূর ভবিষ্যতে ফের দুই দেশের সিনিয়র কমান্ডাররা আলোচনার মাধ্যমে সেনা সরানোর প্রক্রিয়া সম্পন্ন করবেন। তিনি বলেন, ‘‌আমি আশা করি চিনের পক্ষ থেকে সচেষ্ট ভূমিকা নেওয়া হবে যাতে সম্পূর্ণ সেনা সরানোর প্রক্রিয়া শেষ করা যায়।’‌
অন্যদিকে চিনের বিদেশমন্ত্রকের মুখপাত্র ওয়াং ওয়েবনিন জানিয়েছিলেন, দুই দেশই বেশিরভাগ জায়গা থেকে সেনা সরিয়ে নিয়েছে। কিন্তু কার্যত সে বক্তব্যকে ভুল প্রমাণ করলেন শ্রীবাস্তব। জাতীয় সুরক্ষা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে চিনের বিদেশ মন্ত্রী ওয়াং ইর কথা হওয়ার পর দুই দেশের সেনা সরানোর প্রক্রিয়া শুরুর সিদ্ধান্ত হয়েছিল। কিন্তু বাস্তবে চিন তা করেনি। এবার আগ বাড়িয়ে ভাল সাজতে গিয়ে জব্বর ধাক্কা খেল চিন। সরাসরি চিনের মুখের ওপর এভাবে জবাব আগে কখনও কেউ দেয়নি। ফলে সীমান্তে ফের উত্তেজনা দেখা দিতে পারে বলে মনে করা হচ্ছে।