দেশ ব্রেকিং নিউজ

চিন–পাকিস্তানকে ধাক্কা দিল ভারত

চিন–পাকিস্তানের যৌথ বিবৃতিতে কাশ্মীরের বিষয়টি উল্লেখ করতেই ভারত তা প্রত্যাখ্যান করেছে। বিদেশমন্ত্রকের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব জানান, কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু–কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য এবং অখণ্ড অংশ। কাশ্মীর অভ্যন্তরীণ বিষয় নিয়ে নাক গলানো বরদাস্ত করবে না ভারত। আসলে ভারতকে কোণঠাসা করার পরিকল্পনা ছিল। চিনের হেনান দ্বীপের রিসর্টে এই উদ্দেশ্যেই শুক্রবার থেকে শুরু হয়েছে বৈঠক। পাকিস্তানের বিদেশমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি এবং চিনের বিদেশমন্ত্রী ওয়াং ই’‌র এই বৈঠকের আলোচ্যসূচিতে দ্বিপাক্ষিক সহযোগিতার পাশাপাশি রয়েছে কাশ্মীর–সহ নানা আঞ্চলিক ও আন্তর্জাতিক প্রসঙ্গ।
জানা গিয়েছে, গত শুক্রবার চিন–পাকিস্তানের দ্বিতীয় বার্ষিক বৈঠকে কাশ্মীর প্রসঙ্গ উত্থাপিত হয়। চিন–পাকিস্তান ইকোনমিক করিডর (সিপেক) নিয়ে একপ্রস্থ আলোচনা হয় চিন ও পাকিস্তানের বিদেশমন্ত্রী যথাক্রমে ওয়াং ই এবং শাহ মেহমুদ কুরেশির মধ্যে। তাঁদের বৈঠকের যৌথ বিবৃতিতে কাশ্মীর প্রসঙ্গ উঠে আসে। তারপরই ভারত হুঁশিয়ারি দিয়ে তার জবাব দেয়। যৌথ বিবৃতিতে কুরেশি ও ওয়াং জানান, শান্তিপূর্ণ, স্থিতিশীল, সহযোগিতাপূর্ণ এবং সমৃদ্ধ দক্ষিণ এশিয়া গড়ার বিষয়ে দু’পক্ষই ঐকমত্যে এসেছে। পারস্পরিক সম্মান ও সমতার ভিত্তিতে আলোচনার মাধ্যমে আঞ্চলিক বিরোধ নিষ্পত্তির বিষয়ে সহমত হয়েছে বৈঠকে।
এমনকী যৌথ বিবৃতিতে, জম্মু ও কাশ্মীরের পরিস্থিতি সম্পর্কে পাকিস্তান অবহিত করেছে চিনকে। অবস্থান, উদ্বেগ এবং সাম্প্রতিক জরুরি বিষয়গুলির কথাও জানিয়েছে। পাক অধিকৃত কাশ্মীরের উপর দিয়ে চিন–পাকিস্তান ইকোনমিক করিডর তৈরি হচ্ছে। যা নিয়ে আন্তর্জাতিক মঞ্চে একাধিকবার প্রতিবাদ জানিয়েছে ভারত। এবার অনুরাগ শ্রীবাস্তব স্পষ্ট জানান, এই করিডর তৈরি হচ্ছে ভারতের ভূখণ্ডের উপর দিয়ে, যেটি জবরদখল করে বসে রয়েছে পাকিস্তান। বিদেশ মন্ত্রকের এক বিবৃতিতে জম্মু ও কাশ্মীরকে ‘ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ’ হিসেবে বর্ণনা করে এই বিষয়ে তৃতীয় পক্ষের হস্তক্ষেপের সম্ভাবনা নাকচ করা হয়েছিল। লাদাখে সাম্প্রতিক চিনের অনুপ্রবেশের আবহে কাশ্মীর পরিস্থিতি নিয়ে ইসলামাবাদ–বেজিং বিবৃতি নয়াদিল্লিকে চাপে রাখার কৌশল বলেই মনে করছেন কূটনীতি বিশেষজ্ঞরা।