দেশে আবারও রেকর্ড গড়ল করোনাভাইরাস। একদিনে সংক্রমণে এক ধাক্কায় অনেকটা বেড়ে গেল। যা কপালে ভাঁজ ফেলার জন্য যথেষ্ঠ। গত ২৪ ঘণ্টায় সংক্রমিত হয়েছেন প্রায় ৮৪ হাজার মানুষ। মৃত শতাধিক। নয়া সংক্রমণে দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ৩৮ হাজার ছাড়িয়ে গিয়েছে। এই প্রথম ভারতে একদিনে আক্রান্তের সংখ্যা ৮০ হাজারের গণ্ডি পেরিয়ে গেল।
এখানে টানা কয়েকদিন ধরে রোজই একদিনে সংক্রমণের সংখ্যা বাড়ছিল। একবার হল ৭৫ হাজারের উপরে। তারপর ৭৯ হাজারের কাছাকাছিও চলে গিয়েছিল। মঙ্গলবার সেই সংখ্যাটা নেমেছিল ৭০ হাজারের নীচে। বুধবার আবারও সেই গ্রাফে ঊর্ধ্বগতি লক্ষ্য করা যায়। আর বৃহস্পতিবার সব রেকর্ড ছাপিয়ে যায়।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী, বুধবার ভারতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৩৮ লক্ষ ৫৩ হাজার ৪০৬। গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৮৩ হাজার ৮৮৩ জন। ১৪,২৫৬ বেড়ে সক্রিয় রোগী বর্তমানে রয়েছেন ৮ লক্ষ ১৫ হাজার ৫৩৮ জন।
এখন মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৬৭,৩৭৬। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১০৪৩ জনের। মৃতের হার ১.৭৫ শতাংশ। দেশে মোট আক্রান্তের সংখ্যার নিরিখে ভারত এখন শুধুমাত্র আমেরিকা এবং ব্রাজিলের পরে। দৈনিক আক্রান্তের সংখ্যায় রেকর্ড করল মহারাষ্ট্র। ১০ হাজারের কাছাকাছি মানুষ আক্রান্ত হয়েছেন কর্নাটকে। গত কয়েকদিনের মতো গত ২৪ ঘণ্টাতে অন্ধ্রপ্রদেশে নতুন আক্রান্তের সংখ্যা ১০ হাজারের বেশি ছিল। যদিও চিন্তা বাড়াল নয়াদিল্লি। গত ২৪ ঘণ্টায় রাজধানীতে ২৫০৯ জন কোভিডে আক্রান্ত হয়েছেন। যা গত দু’মাসের মধ্যে সর্বোচ্চ।