কোভিড সংক্রমণের দ্বিতীয় ঢেউ এখন দেশে। বুধবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী দৈনিক আক্রান্তের সংখ্যা ৫৩ হাজার ৪৮০। দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১ কোটি ২১ লাখ ৪৯ হাজার ৩৩৫। গত ২৪ ঘণ্টায় কোভিড আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৩৫৪ জনের। গত তিন মাসের মধ্যে এটাই সবচেয়ে বেশি।
মহারাষ্ট্রের কোভিড পরিস্থিতি ক্রমশই হাতের বাইরে বেরিয়ে যাচ্ছে। একদিনে মৃত্যু হয়েছে ১৪০ জনের। ডিসেম্বর মাসের পর কর্ণাটকের বাড়ল কোভিডে মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় সে রাজ্যে ২১ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও পাঞ্জাবে ৬৪, ছত্তিশগড়ে ৩৫, তামিলনাড়ুতে ১৬ এবং মধ্যপ্রদেশ–উত্তরপ্রদেশে ১০ জন করে কোভিড রোগীর মৃত্যুর খবর মিলেছে। গত ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রেও কমেছে কোভিড আক্রান্তের সংখ্যা। একদিনে আক্রান্ত হয়েছেন ২৭ হাজার ৯১৮ জন। রবিবার সেই সংখ্যাটা ছিল ৪০ হাজার।
একাধিক রাজ্যে পরিস্থিতি জটিল হয়ে উঠছে বলেই মন্তব্য করেছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। ১ এপ্রিল থেকে শুরু হচ্ছে দেশের ৪৫ ঊর্ধ্বোদের টিকাকরণ। গত বছর জুলাই মাসের প্রথম সপ্তাহেও ৮০০–৮৫০ জন দৈনিক আক্রান্তের দেখা মিলেছিল। আনলক পর্বের হরেক বিধিনিষেধ সত্ত্বেও তখন দেখা গিয়েছিল, তিন সপ্তাহের মাথায়, অর্থাৎ জুলাই মাসের শেষে সংখ্যাটা প্রায় তিন গুণ হয়ে গিয়েছিল। গত ৭ জুলাই ৮৫০ জন করোনা আক্রান্তের খোঁজ মিলেছিল ২৪ ঘণ্টায়।
