দেশ ব্রেকিং নিউজ

একদিনে ছাড়াল ৭০ হাজার

দেশে রেকর্ড হারে বাড়ছে করোনা সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় আক্রান্ত হয়েছেন ৭২ হাজার ৩৩০ জন। একদিনে দেশে ভাইরাসে মৃত্যু হয়েছে ৪৫৯ জনের। গত ২৪ ঘণ্টায় করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন ৪০ হাজার ৩৮২ জন। তবে গোটা দেশে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এই হারে করোনা বাড়তে থাকলে দেশজুড়ে লকডাউন করতে হবে বলে মনে করা হচ্ছে।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক সূত্রে খবর, দেশে মোট করোনায় আক্রান্তের সংখ্যা ১ কোটি ২২ লাখ ২১ হাজার ৬৬৫। করোনায় মোট সুস্থ হয়েছেন ১ কোটি ১৪ লাখ ৭৪ হাজার ৬৮৩ জন। এই মুহূর্তে দেশে অ্যাক্টিভ কেসের সংখ্যা ৫ লাখ ৮৪ হাজার ৫৫। দেশে মোট মৃত্যু হয়েছে ১ লাখ ৬২ হাজার ৯২৭ জনের। দেশজুড়ে আজ থেকে ৪৫ বছর বয়সের উর্দ্ধে করোনা টিকা দেওয়া শুরু হয়েছে।
৭০ হাজারের গণ্ডি পার করল দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ৭২ হাজার ৩৩০ জন। চলতি বছরে করোনা সংক্রমণের কারণে সর্বোচ্চ মৃত্যুও হয়েছে বুধবারই। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৪৫৯ জনের। এই নিয়ে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ কোটি ২২ লাখ ২১ হাজার ৬৬৫–এ পৌঁছল। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৬২ হাজার ৯২৭। বর্তমানে দেশে সক্রিয় রোগীর সংখ্যা ৫ লাখ ৮৪ হাজার ৫৫। এদিন থেকে দেশে তৃতীয় দফার গণটিকাকরণও শুরু হচ্ছে। ৪৫ উর্ধ্ব সকলেই এই দফায় টিকা নিতে পারবেন।