দেশ লিড নিউজ

দেশে করোনা আক্রান্তের সংখ্যা ছাড়াল ৩৫ লক্ষ

দৈনিক সংক্রমণের এখনও পর্যন্ত সর্বোচ্চ শিখর স্পর্শ করল ভারত। জানা গিয়েছে, শনিবার একদিনে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন প্রায় ৭৯ হাজার জন। যা বিশ্বের যে কোনও দেশের দৈনিক সংক্রমণের সর্বোচ্চ। এমনকী অন্যান্য দেশকে চ্যালেঞ্জ জানাতে পারে ভারত। এখন প্রশ্ন উঠতে শুরু করেছে, তাহলে আনলক–৪ করা হচ্ছে কেন?‌
দিন দিন পরিস্থিতি খারাপ হচ্ছে। আর এবার যা হল তা শুধু অশনি সংকেতই নয়, বরং চূড়ান্ত আশঙ্কারও। কারণ এর পরেরটা কেউ জানে না। কোথায় গিয়ে আক্রান্তের সংখ্যা থামবে। গত ২৪ ঘন্টায় দেশে ফের করোনা আক্রান্ত হয়েছেন ৭৮ হাজার ৭৬১ জন। যা একদিনে এখনও পর্যন্ত সর্বোচ্চ। দেশে এখন মোট করোনা আক্রান্তর সংখ্যা ৩৫ লক্ষ ৪২ হাজার ৭৩৩ জন। তবে শেষ পাঁচ দিনে মৃতের সংখ্যা কমেছে।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে কোভিডে আক্রান্ত হয়েছেন ৭৮,৭৬১ জন। স্বাভাবিকভাবেই মোট আক্রান্তের সংখ্যা ছাড়াল ৩৫ লক্ষের গণ্ডি। গত ২৪ ঘন্টায় করোনা করোনার কবলে মোট প্রাণ হারিয়েছেন ৯৪৮ জন। দেশে এখন মোট করোনায় মৃতের সংখ্যা ৬৩ হাজার ৪৯৮ জন। পরিসংখ্যান বলছে, গত ২৫ জুলাই আমেরিকায় একদিনে সর্বাধিক আক্রান্তের সংখ্যা ঠেকেছিল ৭৮,৪২৭। সেটাই ছিল আমেরিকা-সহ বিশ্বের যে কোনও দেশে একদিনে সর্বোচ্চ আক্রান্তের সংখ্যা। শনিবার ভারত সেই সংখ্যাকেই ছাপিয়ে গেল।
মহারাষ্ট্রে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৭ লক্ষ ৬৪ হাজার ২৮১ জন। প্রাণ হারিয়েছেন ২৪ হাজার ১০৩ জন। তামিলনাড়ুতে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৪ লক্ষ ১৫ হাজার ৫৯০। প্রাণ হারিয়েছেন ৭ হাজার ১৩৭ জন। অন্ধ্রপ্রদেশে মোট করোনা আক্রান্ত হয়েছেন ৪ লক্ষ ১৪ হাজার ১৬৪ জন। গত কয়েক সপ্তাহ ধরেই নমুনা পরীক্ষা বাড়ার সঙ্গেই নতুন করে আক্রান্ত শনাক্তের সংখ্যাও সমানে বাড়ছে। তবে ভারতে চার কোটি নমুনা পরীক্ষা হয়ে যাওয়ার পরেও নতুন করে আক্রান্ত হওয়ার ঘটনায় চিন্তিত চিকিৎসক বিশেষজ্ঞরা।