ব্রিসবেন টেস্টে জয় তুলে নিয়ে ভারত শুধু অস্ট্রেলিয়ার কাছ থেকে টেস্ট সিরিজই ছিনিয়ে নেয়নি, বরং কেড়ে নিয়েছে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলের শীর্ষস্থান। ২–১ ব্যবধানে অস্ট্রেলিয়াকে হারিয়ে বর্ডার গাভাসকর ট্রফি জিতে নিল টিম ইন্ডিয়া। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে এখন পর্যন্ত পাঁচটি সিরিজ খেলেছে টিম ইন্ডিয়া। ১৩ টি টেস্টের মধ্যে ৯টিতে জিতেছে ভারতীয় ক্রিকেট দল। হেরেছে তিনটি ম্যাচে। আর ড্র হয়েছে একটি টেস্ট। ৪৩০ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে এক নম্বরে টিম ইন্ডিয়া।
ক’দিন আগেই অস্ট্রেলিয়াকে সরিয়ে টেস্ট ব়্যাঙ্কিংয়ের শীর্ষস্থান দখল করেছে নিউজিল্যান্ড। এবার ভারতের কাছেও পিছিয়ে পড়ায় ব়্যাঙ্কিং তালিকায় তিন নম্বরে পিছলে যায় অস্ট্রেলিয়া। তবে করোনা পরবর্তী সময়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে পয়েন্ট টেবিলে জয়ের শতাংশ হিসেব করা হচ্ছে। সেই নিরিখেও এক নম্বরে উঠে এল টিম ইন্ডিয়া। ৭১.৭% জয়ের হার ভারতের।
ব্রিসবেন টেস্টে জয়ের পর ভারতের সংগৃহীত রেটিং পয়েন্ট ১১৭.৬৫। অস্ট্রেলিয়ার রেটিং পয়েন্ট ১১৩। এক নম্বরে থাকা নিউজিল্যান্ডের রেটিং পয়েন্ট ১১৮.৪৪। সুতরাং, ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ জিতলে ভারত নিউজিল্যান্ডকে টপকে এক নম্বরে উঠে আসতে পারে। ইংল্যান্ড আপাতত ১০৬ পয়েন্ট নিয়ে ব়্যাঙ্কিং তালিকার চার নম্বরে রয়েছে। তবে অস্ট্রেলিয়া নেমে গিয়েছে তিন নম্বরে। তাদের জয়ের হার ৬৯.২%।
যদিও ফাইনালে যাওয়ার জন্য শতকরা হিসাবই বিবেচনা করা হবে। সেদিক থেকে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের পথে ভারত এক পা বাড়িয়ে রাখল বলা যায়। গাব্বায় হার অস্ট্রেলিয়ার কাছে বড় ধাক্কা হিসেবে বিবেচিত হতে পারে। কেননা ভারতের বিরুদ্ধে সিরিজ হেরে বসায় অস্ট্রেলিয়া টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলের তিন নম্বরে নেমে যায়। নিউজিল্যান্ড উঠে আসে দ্বিতীয় স্থানে। আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে অস্ট্রেলিয়াকে সরিয়ে দু নম্বরে উঠে এল টিম ইন্ডিয়া। ১১৭.৬৫ রেটিং পয়েন্ট টিম ইন্ডিয়ার। ১১৮.৪৪ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে নিউ জিল্যান্ড। অন্যদিকে এক ধাপ নেমে ১১৩ রেটিং পয়েন্ট নিয়ে তিন নম্বরে অস্ট্রেলিয়া।