প্রথম টেস্টে জয় ছিনিয়ে আনতে পারল না ভারতীয় দল৷ রবীন্দ্র জাদেজার জাদুও নিউজিল্যান্ডের রচিন রবীন্দ্র এমন উইকেটে চিপকে রইলেন ম্যাচ জয় স্বপ্নই থেকে গেল৷ ম্যাচের নাটকীয় পট পরিবর্তনের বড় কারিগর রবীন্দ্র জাদেজা৷
দ্বিতীয় ইনিংসে ভারত বনাম নিউজিল্যান্ড টেস্ট সিরিজে প্রথম টেস্টে পঞ্চম দিনে ৮৯.২ ওভারে টিম সাউদির উইকেট নেওয়ার পরেও ৯৮ ওভারেও শেষ উইকেট তুলতে পারল না৷
প্রথম টেস্টের পঞ্চমদিনে জয়ের দিকে বেশ খানিকটা এগো ভারতীয় ক্রিকেট দল৷ ৬৯.১ ওভারে অধিনায়ক কেন উইলিয়ামসন আউট হতেই একেবারে কিউয়ি ব্যাটিং লাইন আপ ভেঙে পড়তে শুরু করে৷ রস টেলর এদিন দলের ১২৫ রানে আউট হন৷ তখন নিউজিল্যান্ডের ৪ উইকেট পড়ে৷ রস টেলর ২ রান করে রবীন্দ্র জাদেজার শিকার৷ দলের ১২৬ রানে আউট হয়ে যান হেনরি নিকোলস৷ তিনি মাত্র ১ রান করেন৷ তাঁর উইকেট নেন অক্ষর প্যাটেল৷ দলের ১২৮ রানে প্যাভিলিয়নে ফেরেন কেন উইলিয়ামসন৷ কেন উইলিয়ামসন করেন ১১২ বলে ২৪৷ টম ব্লানডেল ৭ উইকেটে আউট হয়েছেন৷শেষ পর্যন্ত ভারত বনাম নিউজিল্যান্ড এর ম্যাচ অমীমাংসিত থেকে গেল৷