‘ভারত আবার জগৎ–সভায় শ্রেষ্ঠ আসনও লবে।’ গানের এই লাইনটি এবার সত্য হতে চলেছে। তবে সেটা করোনা ভাইরাসে। করোনা প্রতিরেধের ওষুধ যদি না মেলে আগামী বছর ফেব্রুয়ারিতে দেশে দৈনিক ২ লক্ষ ৮৪ হাজার মানুষ করোনায় আক্রান্ত হতে পারেন! করোনা নিয়ে ভারতের জন্য এই উদ্বেগের কথা শোনাল ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি (এমআইটি)। সমীক্ষা বলছে, পরিস্থিতি এভাবে এগোতে থাকলে বিশ্বে করোনা বিধ্বস্ত দেশগুলির তালিকায় শীর্ষে জায়গা পাবে ভারত।
জানা গিয়েছে, ৮৪টি দেশের প্রায় ৬০ শতাংশ জনগণের উপর এই সমীক্ষা চালিয়েছে এমআইটি’র স্লোয়ান স্কুল অফ ম্যানেজমেন্ট। তাদের হিসেব বলছে, ২০২১ সালের মার্চ থেকে মে মাসের মধ্যে গোটা বিশ্বে মোট করোনা আক্রান্তের সংখ্যা ২০ থেকে ৬০ কোটির মধ্যে হতে পারে। এটা নির্ভর করছে তিনটি বিষয়ের উপরে। এক, বর্তমানে যে হারে পরীক্ষা চলছে, তা বজায় থাকলে। দুই, পরীক্ষার হার বাড়ালে। তিন, পরীক্ষার হার একই থাকলে কিন্তু সংক্রমণের হার বাড়লে।
সমীক্ষায় উঠে আসা প্রবণতা অনুযায়ী, চলতি বছরের সেপ্টেম্বর–নভেম্বর মাসে সংক্রামিতের সংখ্যা এক ধাক্কায় অনেকটা বেড়ে যেতে পারে। যে দেশগুলি বেশি প্রভাবিত হবে তার শীর্ষে নাম ভারতের। তার পরে বাংলাদেশ, পাকিস্তান এবং আমেরিকা। বাংলায় ফের একবার লকডাউন ফিরিয়ে আনল রাজ্য সরকার। বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে সেই লকডাউন। বৃহস্পতিবার বেলা ১২টা পর্যন্ত সময় দেওয়া হয়েছে কনটেনমেন্ট জোনের নতুন সংখ্যা নির্ধারণ ও এলাকা চিহ্নিতকরণের জন্য।
