দীর্ঘ আটমাস পর প্রথম ম্যাচেই ভারতীয় ব্যাটিং লাইন আপ ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ল। ৩৭৫ রানের বিশাল লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে আট উইকেটে ৩০৮ রানেই ভারতের ইনিংস থেমে গেল। একদিকে স্মিথ-ফিঞ্চের জোড়া শতরান, অন্যদিকে হ্যাজেলউড-জাম্পার দাপুটে বোলিংয়ের সৌজন্যে ৬৬ রানে অস্ট্রেলিয়া প্রথম ওয়ানডে জিতল। শিখর ধাওয়ান-হার্দিক পাণ্ডিয়ার দুরন্ত লড়াইও কাজে এল না।
স্টিভ স্মিথ এবং অ্যারন ফিঞ্চের জোড়া শতরানের জন্য ভারতের সামনে অস্ট্রেলিয়া ৩৭৫ রানের লক্ষ্যমাত্রা রাখে। রান তাড়া করতে নেমে মায়াঙ্ক আগরওয়াল এবং শিখর ধাওয়ান জুটি শুরুটা ভালোই করেছিলেন। কিন্তু ২২ রানের মাথায় মায়াঙ্ককে আউট করেন হ্যাজেলউড। এরপর ২১ রান করে ভারত অধিনায়ক বিরাট কোহলিও আউট হন। এরপর দ্রুত ফিরে যান শ্রেয়স আইয়ার এবং লোকেশ রাহুলও। মাত্র দু’রান করেই হ্যাজেলউডের শিকার হন শ্রেয়স। এবং পরে ১২ রান করে জাম্পার বলে আউট হন রাহুল।
এরপর ধাওয়ান এবং পাণ্ডিয়া লড়াই শুরু করেন। ধাওয়ান একদিকে ইনিংস সামলাতে থাকেন, অন্যদিকে হার্দিক মারমুখী মেজাজে ধরা দেন। এই জুটি ১২৮ রান যোগ করেন। ফের আঘাত হানেন জাম্পাই। ৭৪ রান করে আউট হয়ে যান ধাওয়ান। এরপর হার্দিককেও ফেরান এই লেগস্পিনার। আউট হওয়ার আগে পাণ্ডিয়া ৭৬ বলে ৯০ রান করলেও দলকে জেতানোর জন্য তা মোটেই যথেষ্ট ছিল না। শেষপর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে আট উইকেটে ৩০৮ রানে ভারতের ইনিংস থামে। অজি বোলারদের মধ্যে সেরা বোলিংও অবশ্যই অ্যাডাম জাম্পার। ১০ ওভারে ৫৪ রান দিয়ে চারটি উইকেট নেন তিনি। অন্যদিকে হ্যাজেলউড নেন তিনটি এবং স্টার্ক একটি উইকেট।