দেশ বিজ্ঞান-প্রযুক্তি ব্রেকিং নিউজ

মুন মিশনের নেতৃত্বে ইসরো

আরও এগোল ভারত–জাপানের মিলিতভাবে চন্দ্র অভিযানের প্রস্তুতি। ভারত–জাপানের মধ্যে কোন দেশ অভিযানের কোন অংশটি পরিচালনা করবে তার একটা রূপরেখা প্রকাশ করা হল। দুই দেশের মধ্যে আগে চন্দ্র অভিযানের বিষয়টি নিয়ে আলোচনা হয়েছিল। এবার তা বাস্তব রূপ পেতে চলেছে। ইতিমধ্যেই দুই দেশের মধ্যে পরবর্তী পরিকল্পনা ঠিক করে ফেলা হয়েছে।
জানা গিয়েছে, এই চন্দ্র অভিযানে প্রথমবারের জন্য চাঁদের বুকে ল্যান্ডার এবং রোভার স্থাপন করা হবে। এই অভিযানে ল্যান্ডারটি নির্মাণ ও পরিচালনার দায়িত্বে রয়েছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। অভিযানের বিস্তারিত তথ্য প্রকাশ করেছে জাপানি মহাকাশ গবেষণা সংস্থা জাক্সা। ২০২৩ সালের পর এই অভিযান বাস্তবায়িত হবে বলে জানিয়েছে জাপানি মহাকাশ গবেষণা সংস্থাটি।
এখন মহাকাশে মানুষ পাঠানোর মিশন গগনযান নিয়ে ব্যস্ত ইসরো। ২০২২ সালে গগনযান উৎক্ষেপণ করার কথা। তার মধ্যে জাক্সা’‌র দেওয়া তথ্য অনুযায়ী জাপানিরা ল্যান্ডিং মডিউল এবং রোভার তৈরি করবে। ল্যান্ডার সিস্টেমের দায়িত্বে আছে ইসরো। ফলে একটা রুদ্ধশ্বাস লড়াই চলছে ইসরোর অন্দরে। একসঙ্গে এতগুলি দায়িত্ব সুচারুভাবে পালন করতে হবে। চন্দ্ররাতে সেখানে অবস্থান করা এবং খননকার্য করার লক্ষ্য রয়েছে ভারত–জাপানের মিলিত চন্দ্র অভিযানে। এই অভিযানের ফলে ভবিষ্যতের চন্দ্র অভিযান আরও সহজ হবে বলে মনে করা হচ্ছে।
তবে জাপান থেকেই উত্‍‌ক্ষেপণ করা হবে এই অভিযানের রকেট। এইচ–৩ রকেটকে লঞ্চ ভেহিকেল হিসেবে চিহ্নিত করা হয়েছে। এই রকেট তৈরি করবে মিৎস্যুবিশি। ২০১৮ সালে জাপান সফরে গিয়ে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।