অর্থনীতি ব্রেকিং নিউজ

অর্থনীতিতে মন্দার কবলে ভারত

ভারত এই প্রথমবার ‌মন্দার মুখ দেখল। দ্বিতীয় ত্রৈমাসিকে মোট অভ্যন্তরীণ উত্‍পাদন সঙ্কুচিত হল ৭.‌৫%। এপ্রিল-জুনের ত্রৈমাসিকে প্রায় ২৪% জিডিপি সঙ্কোচনের পর অর্থনৈতিক স্বাভাবিক নিয়মে খানিক ঘুরে দাঁড়ালেও ঠেকানো গেল না মন্দা। পরপর দু’‌টি ত্রৈমাসিকে মোট অভ্যন্তরীণ উত্‍পাদন সঙ্কুচিত হলে অর্থনীতিতে মন্দা ধরে নেওয়া হয়। ১৯৯৬ সাল থেকে ত্রৈমাসিকের নিরিখে আর্থিক বৃদ্ধির হার মাপা শুরু হয় দেশে, তার নিরিখে এই প্রথম মন্দার কবলে পড়ে গেল ভারত।