লাফিয়ে লাফিয়ে বাড়ছে দেশে করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা। একদিনে দেশে আক্রান্ত ২৪ হাজার ৮৫০। যা এখনও পর্যন্ত একদিনে সর্বোচ্চ রেকর্ড। ফলে দেশে এখন মোট করোনা আক্রান্ত ৬ লক্ষ ৭৩ হাজার ১৬৫, রাশিয়ার থেকে মাত্র ৮০০ কম। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুসারে রবিবার সেই সংখ্যা পৌঁছে গেল ২৪ হাজার ৮৫০ জন। যা ২৪ ঘণ্টার আক্রান্তের হিসেব অনুসারে সর্বাধিক।
জানা গিয়েছে, গত ২৪ ঘন্টায় করোনায় প্রাণ হারিয়েছেন ৬১৩ জন। এখন দেশে মোট করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ১৯ হাজার ২৬৮। দেশে এখন সক্রিয় করোনা আক্রান্ত ২ লক্ষ ৪৪ হাজার ৮১৪। রবিবার সংক্রমণের সংখ্যা বেড়ে গিয়েছে আরও বেশি। এই নিয়ে পর পর তিন দিন কুড়ি হাজারেরও বেশি নয়া আক্রান্তের হদিস মিলল দেশে। করোনা থাবায় বিধ্বস্ত মহারাষ্ট্র। সেখানে করোনা আক্রান্ত ২ লক্ষ ৬৪ জন। প্রাণ হারিয়েছেন ৮ হাজার ৬৭১ জন। তবে একদিনে আক্রান্তের সংখ্যায় সর্বাধিক বৃদ্ধির ঘটনা ঘটে কর্নাটকে। ১৬৯৪ জন নতুন করে পজিটিভ হন যাঁদের মধ্যে ১১০০ বেশি বেঙ্গালুরুর।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুসারে, গত ২৪ ঘণ্টায় দেশে ৬১৩ জনের প্রাণ কেড়েছে করোনা। এই নিয়ে দেশে মোট মৃত্যু হল ১৯ হাজার ২৬৮ জনের। তার মধ্যে মহারাষ্ট্রেই মৃত্যু হয়েছে আট হাজার ৬৭১ জনের। রাজধানী দিল্লিতে ধারাবাহিক ভাবে বেড়ে মৃত্যু সংখ্যা রবিবার তিন হাজার ছাড়াল। লকডাউন উঠে যাওয়ার পর পশ্চিমবঙ্গেও সংক্রমণ বাড়ছে। এই রাজ্যে মোট আক্রান্ত হয়েছে ২১ হাজার ২৩১ জন। কোভিডে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৭৩৬ জনের।