দেশ ব্রেকিং নিউজ

ভারত করোনায় ৪২ লক্ষ পার

আক্রান্তের সংখ্যা তো বাড়ছিলই। কিন্তু এবার রেকর্ডের ওপর রেকর্ড গড়ল করোনাভাইরাস। সারা বিশ্বে ভারতের স্থান দ্বিতীয় আগেই হয়েছিল। এবার টানা দ্বিতীয় দিন হিসেবে একদিনে ৯০ হাজার করোনা আক্রান্তের রেকর্ড হলো সারা দেশে। এই মুহূর্তে দেশে মোট করোনা আক্রান্তর সংখ্যা ৪২ লক্ষ ৪ হাজার ৬১৩। সব মিলিয়ে গোটা দেশের করোনা পরিস্থিতিতে সোমবার ভালো খবর আদৌ নিয়ে এল না।
এদিকে ব্রাজিলের মোট করোনা আক্রান্তর সংখ্যা ৪১ লক্ষ ৩৭ হাজার ৬০৬। এখনও প্রথম স্থানে আমেরিকা। সে দেশে মোট করোনা আক্রান্তর সংখ্যা ৬৪ লক্ষ ৬০ হাজার ২৫০। একমাস ধরে সারা বিশ্বের মধ্যে প্রত্যেকদিন সর্বোচ্চ করোনা আক্রান্তর হদিশ মিলছে ভারতে। সেক্ষেত্রে দৈনিক হারে ভারত দ্বিতীয় স্থানের অধিকারী। এই পরিস্থিতিতে দেশজুড়ে চলছে আনলক–৪। অন্যান্য রাজ্যে চালু হয়েছে মেট্রো রেল। বাংলায় এখনও চালু না হলেও তা কয়েকদিনের মধ্যে চালু হওয়ার কথা।
অন্যদিকে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক যে তথ্য প্রকাশ করেছে তাতে দেখা যাচ্ছে, গত ২৪ ঘণ্টায় ভারতে ৯০ হাজার ৮০২ জন নতুন করে কোভিডে আক্রান্ত হয়েছেন। ফলে ভারতে এখন মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৪২ লক্ষ ৪ হাজার ৬১৩। দেশে এখনও পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন ৭১ হাজার ৬৪২ জন। দু’সপ্তাহ পর ভারতে দৈনিক সংক্রমণের হার ১০ শতাংশের ওপরে উঠে গেল।