বাংলাদেশ

বাংলাদেশের পাশে দাঁড়াল ভারত

বাংলাদেশের পাশে বন্ধুর মতো দাঁড়াল ভারত। করোনাভাইরাসের প্রতিষেধক আবিষ্কার হয়নি। তবে গবেষণায় দেখা গিয়েছে, ম্যালেরিয়ার প্রথাগত ওষুধ হাইড্রক্সিক্লরোকুইন করোনা রোগীদের চিকিৎসায় কাজ করছে। ভারতে হাইড্রক্সিক্লরোকুইন ওষুধের ৭০ শতাংশ উৎপাদিত হয়। এই দুর্দিনে বিশ্বের বিভিন্ন দেশ ভারতের সঙ্গে যোগাযোগ করেছে। শক্তিধর দেশ আমেরিকাও এখন ভারতের উপর নির্ভরশীল। এই ওষুধের জন্য ৩০টিরও বেশি দেশ ভারতের সঙ্গে যোগাযোগ করেছে।
গুজরাটের তিনটি কারখানা থেকে হাইড্রক্সিক্লরোকুইনের অন্তত ২ কোটি ৯০ লাখ ট্যাবলেট আমেরিকায় প্রথম ধাপে রপ্তানির প্রক্রিয়া শুরু হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছেন, তিনি আমেরিকার করোনা আক্রান্ত মানুষদের জন্য ২৯ মিলিয়ন হাইড্রক্সিক্লরোকুইন ওষুধ আমদানি করবেন। ওষুধের জন্য তিনি ভারতকে হুমকি দিতেও ছাড়েননি। যদিও পরে তিনি ভারতের প্রধানমন্ত্রীর প্রশংসা করেছেন। করোনা পরিস্থিতি মোকাবিলায় পাশে থাকার জন্য ভারতকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।
জানা গিয়েছে, বাংলাদেশে এখনও পর্যন্ত করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা ৪২৪। মারা গিয়েছেন ২৭ জন। সুস্থ হয়ে উঠেছেন ৩৩ জন। এই পরিস্থিতিতে বাংলাদেশকে আপাতত ২০ লাখ হাইড্রক্সিক্লরোকুইন দিয়ে সাহায্য করবে ভারত। ব্রাজিল, কানাডা এবং জার্মানিকে ৫০ লাখ হাইড্রক্সিক্লরোকুইন ট্যাবলেট দেবে ভারত। নেপালকে দেওয়া হবে ১০ লাখ, ভুটানকে দু’‌লাখ, শ্রীলঙ্কা ১০ লাখ, আফগানিস্তান ৫ লাখ এবং মালদ্বীপকে দেওয়া হবে দু’‌লাখ ওষুধ। মার্কিন যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছে, কোভিড–১৯ এর সম্ভাব্য প্রতিষেধক হিসাবে হাইড্রক্সিক্লরোকুইন ভাল কাজ করছে।