বাংলাদেশে বেড়েই চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। এই মারণ ভাইরাসের বিরুদ্ধে জয় পেতে টেস্টের উপরে বিশেষ জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা। এই পরিস্থিতিতে ফের পড়শি দেশের প্রতি সহযোগিতার হাত প্রসারিত করল ভারত। তৃতীয় দফায় সে দেশের সরকারের হাতে ৩০ হাজার টেস্ট কিট তুলে দেওয়া হল। এদিন ঢাকায় ভারতের হাইকমিশনার রীভা গঙ্গোপাধ্যায় দাশ বাংলাদেশের বিদেশমন্ত্রী একে আব্দুল মোমেনের সঙ্গে সাক্ষাৎ করে এই কিট হস্তান্তর করেন।
উল্লেখ্য, কিছুদিন আগে ভারতের পক্ষ থেকে করোনা চিকিৎসায় সহায়তা হিসেবে ৩০ হাজার সার্জিক্যাল মাস্ক, ১৫ হাজার হেড কভার, ৫০ হাজার সার্জিক্যাল গ্লাভস–সহ নানা চিকিৎসার সরঞ্জাম দেওয়া হয়। ভারত–বাংলাদেশের নাগরিকদের সমস্যায় উভয় দেশ একত্রিত হয়ে কাজ করার বিষয়ে বাংলাদেশের বিদেশমন্ত্রীর সঙ্গে ভারতীয় দূতের আলোচনা হয়েছে। কোনও শ্রমিক দেশে ফেরত আসার সময় তাঁরা যেন কমপক্ষে ৬ মাসের বেতনের সমপরিমাণ আর্থিক সহায়তা পান সে বিষয়ে বাংলাদেশের প্রস্তাবকে ভারতের হাইকমিশনার স্বাগত জানান।
করোনার কারণে ভারতে আটকে পড়া বাংলাদেশি নাগরিকদের দেশে ফেরত আনার ক্ষেত্রে সহায়তার জন্য ভারত সরকারকে ধন্যবাদ জানান মন্ত্রী। রীভা গঙ্গোপাধ্যায় জানান, বাংলাদেশি চিকিৎসকদের জন্য ভারত ই–আইটিইসি কোর্সের আয়োজন করছে। এই কোর্সটি চলতি বছরের ১২ এবং ১৩ মে ভূবনেশ্বরের এইমসে বাংলা ভাষায় পরিচালনা করবে।