আন্তর্জাতিক

বিশ্বমঞ্চে তুরস্ককে তুলোধনা করল ভারত

রাষ্ট্রপুঞ্জে তুরস্ককে তুলোধনা করল ভারত। কারণ কাশ্মীরে ফের মাথা গলানোর চেষ্টা করল তুরস্ক। তখনই পালটা দিয়ে ভারতও সাফ জানিয়ে দিয়েছে দেশের অভ্যন্তরীণ বিষয়ে কারও নাক গলানো মেনে নেওয়া হবে না। আন্তর্জাতিক মঞ্চে একঘরে হয়ে গেলেও বরাবরই কাশ্মীর ইস্যুতে পাকিস্তানের পাশে দাঁড়িয়েছে তুরস্ক। এবার তার ব্যতিক্রম হল না। কিন্তু বিদেশে এভাবে মুখ পুড়বে ভারতে পারেননি তুরস্কের প্রেসিডেন্ট।
কী বলেছেন তুর্কি প্রেসিডেন্ট রেসেপ তায়েপ এরদোগান এরদোগান? রাষ্ট্রপুঞ্জের সভায় তিনি বলেন, ‘‌শান্তি ও সুস্থিতির সঙ্গে জড়িয়ে রয়েছে কাশ্মীর ইস্যু। আলোচনার মাধ্যমে কাশ্মীর সমস্যার সমাধান করা উচিত। রাষ্ট্রপুঞ্জে আইনের আওতায় আমরা কাশ্মীর সমস্যা সমাধানের পক্ষে। কাশ্মীরের মানুষও শান্তি চায়।’‌
তৎক্ষনাৎ নয়াদিল্লি সাফ জানিয়ে দেয়, কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু–কাশ্মীর নিয়ে বয়ান দিয়ে তুরস্ক দেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাচ্ছে। এটা মেনে নেওয়া হবে না। রাষ্ট্রপুঞ্জে ভারতের স্থায়ী প্রতিনিধি টি এস তিরুমূর্তি টুইট করে বলেন, অন্য দেশের সার্বভৌমত্বকে সম্মান জানতে শিখুক তুরস্ক। অন্যদের বিষয়ে হস্তক্ষেপ না করে তাদের নিজেদের নীতির বিষয়ে খতিয়ে দেখা। জম্মু–কাশ্মীর নিয়ে তুরস্কের প্রেসিডেন্ট এরদোগানের মন্তব্য কাম্য নয়। এটা দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের সমান।’‌
উল্লেখ্য, বিভিন্ন মঞ্চে কাশ্মীর ইস্যু তোলার চেষ্টা চালিয়ে যাচ্ছে তুরস্ক। কিন্তু পশ্চিম এশিয়ার দেশগুলিকে ভারত বরাবরই বলে আসছে, কাশ্মীর একেবারেই ভারতের নিজস্ব বিষয়। এখানে কারও হস্তক্ষেপ বরদাস্ত করা হবে না। রাষ্ট্রপুঞ্জে বারবার কাশ্মীর প্রসঙ্গ তুলেছে পাকিস্তান। তবে হালে পানি পায়নি ইসলামাবাদ। চিন ছাড়া আমেরিকা, রাশিয়া, ফ্রান্স এবং অন্য দেশগুলি কাশ্মীর ইস্যুতে ভারতের পাশেই দাঁড়িয়েছে।