বাংলাদেশ

মুজিববর্ষে বাংলাদেশকে উপহার ভারতের

বাংলাদেশকে ১০টি ব্রডগেজ ডিজেল লোকোমোটিভ হস্তান্তর করল ভারত। ফলে ভারত–বাংলাদেশের মধ্যে একটা দিগন্ত খুলে গেল। ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশের উদ্দেশ্যে ১০টি লোকোমোটিভের যাত্রার সূচনা করেন ভারতের বিদেশমন্ত্রী ড. জয়শংকর এবং রেল, শিল্প ও বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল। ওই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রেল প্রতিমন্ত্রী অঙ্গদি সুরেশ। বাংলাদেশের বিদেশমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ও রেলমন্ত্রী মহম্মদ নুরুল ইসলাম সুজন লোকোমোটিভগুলি গ্রহণ করেন।
বাংলাদেশের বিদেশমন্ত্রী ড. মোমেন বলেন, ‘‌ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশের বন্ধু হিসেবে পাশে থাকার যে প্রতিশ্রুতি দিয়েছেন, রেলইঞ্জিনগুলি হস্তান্তরের মধ্য দিয়ে তা আরও একবার প্রমাণিত হল। বাংলাদেশ ও ভারতের সম্পর্ক অন্য উচ্চতায় রয়েছে। ইতিমধ্যে রেলপথ ব্যবহার করে কন্টেনার সার্ভিস শুরু হয়েছে। জলপথেও বাণিজ্য অব্যাহত রয়েছে।’‌
উল্লেখ্য, এই বছর বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মশতবর্ষ পালিত হচ্ছে। ভারতের রেল, শিল্প ও বাণিজ্যমন্ত্রী শ্রী পীযূষ গোয়েল দ্বিপাক্ষিক বাণিজ্য ও যোগাযোগ বৃদ্ধিতে এবং দু’দেশের মধ্যে অর্থনৈতিক অংশীদারিত্বকে আরও জোরদার করতে রেল সহযোগিতার তাৎপর্যকে গুরুত্ব দেন। ব্যয়সাশ্রয়ী এবং পরিবেশবান্ধব বাহন হিসাবে রেল আন্তঃসীমান্ত পণ্য পরিবহণে সহায়তা করেছে। জুন মাসে দু’দেশের মধ্যে সবচেয়ে বেশি মালবাহী ট্রেন চলাচল করেছিল। প্রয়োজনীয় পণ্য এবং কাঁচামাল বহনের জন্য মোট ১০৩টি মালবাহী ট্রেন ব্যবহৃত হয়।