বাংলাদেশ

বন্ধু বাংলাদেশের পাশে ভারত

দুঃসময়েও বাংলাদেশের পাশে পরম বন্ধু হয়ে দাঁড়িয়েছে ভারত। আরও ১০৯টি উন্নত মানের কার্ডিয়াক অ্যাম্বুল্যান্স উপহার দিয়েছে। রাজধানী ঢাকার তেজগাঁওয়ে ভারতের হাইকমিশনার বিক্রম কে দোরাইস্বামী স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের কাছে এই অ্যাম্বুল্যান্সগুলির চাবি দিয়ে দেন। এই হস্তান্তরের সময় স্বাস্থ্যসেবা বিভাগের সিনিয়র সচিব লোকমান হোসেন মিঞা, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর এ বি এম খুরশিদ আলম উপস্থিত ছিলেন।

বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ভারতের এই ভূমিকার প্রশংসা করে বলেন, ‘‌যে কোনও দুঃসময়ে পার্শ্ববর্তী বন্ধু রাষ্ট্র ভারতই সবার আগে বাংলাদেশের পাশে দাঁড়ায়। আজ এই কোভিডের দুঃসময়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আরও ১০৯টি উন্নতমানের কার্ডিয়াক অ্যাম্বুল্যান্স উপহার দিয়ে বাংলাদেশের প্রতি ভারত ভালবাসার আরেকটি নজির স্থাপন করেছেন।’‌

ভারতের উপহার দেওয়া অ্যাম্বুল্যান্সের পাশাপাশি দেশের হাসপাতাল সার্ভিস ম্যানেজমেন্ট কর্তৃক ২১টি এবং উপজেলা হেলথ কেয়ারের অপারেশন প্ল্যান থেকে আরও ৬০টি অ্যাম্বুল্যান্স কেনা হয়। করোনার বিরুদ্ধে যুদ্ধে বাংলাদেশকে সাহায্যের হাত বাড়িয়েছিল ভারত। আগেই করোনা টিকা, অ্যাম্বুল্যান্স দানের কথা ঘোষণা করেছিল মোদী সরকার। সেইমতো দফায় দফায় অ্যাম্বুল্যান্স পৌঁছচ্ছে বাংলাদেশে।