লিড নিউজ

জুলাই মাসে ভারতে আসছে রাফাল

অবশেষে ভারতে আসছে ৫টি রাফাল ফাইটার জেট। ভারতের কাছে মোট পাঁচটি রাফাল জেট আসতে পারে জুলাই মাসের মধ্যেই। ফলে চিন–পাকিস্তান বেশ চাপে পড়ে যাবে ভারতের হাতে রাফাল এলে বলে মনে করছেন বেশ কয়েকজন প্রতিরক্ষা বিশেষজ্ঞ।
আগে এই ফাইটার জেটের নির্মাতা সংস্থা ফ্রান্সের দাসোঁ অ্যাভিয়েশনের পক্ষ থেকে জানানো হয়েছিল ৩১ মার্চ পর্যন্ত রাফালের প্রোডাকশন বন্ধ রাখবে তারা। পাঁচটি রাফায়েল মে মাসে ভারতে আসার কথা থাকলেও সেটি পিছিয়ে যায়। তবে জানা গিয়েছে, জুলাই মাসে ভারতের হাতে চলে আসবে।
সূত্রের খবর, ভারত দাসোঁ থেকে প্রথম রাফাল যুদ্ধবিমানটিও গ্রহণ করে। তবে করোনা আবহে রাফালের উৎপাদান বন্ধ করে ফ্রান্সের সংস্থা। তার জেরে পিছিয়ে যায় ভারতের রাফাল প্রাপ্তির সময়সীমা। ২০১৬ সালের সেপ্টেম্বর মাসে ফ্রান্সের সরকারের সঙ্গে চূড়ান্ত চুক্তি স্বাক্ষর করেছিল ভারত। মোট ৩৬টি রাফাল কেনার বিষয়ে চুক্তি হয়েছিল। মোট ৫৯ হাজার কোটি টাকা দামের ৩৬টি রাফাল যুদ্ধবিমান তারা তুলে দেবে ভারতের হাতে। অনিল আম্বানির রিলায়েন্স ডিফেন্স এবং ফরাসি সংস্থা দাসোঁ এভিয়েশনের যৌথ উদ্যোগে তৈরি হচ্ছে এই বিমান।
প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে খবর, রাফালকে বলা হয় মাল্টিরোল কমব্যাট এয়ারক্র্যাফ্ট। অনেক উঁচু থেকে হামলা চালানো, যুদ্ধজাহাজ ধ্বংস করা, মিসাইল নিক্ষেপ করা এবং পরমাণু হামলা চালানোর ক্ষমতাও রয়েছে রাফালের। পাকিস্তান এবং চিনের আগ্রাসন বন্ধ করতে রাফাল ফাইটার জেট বায়ুসেনার অন্যতম অস্ত্র বলে জানান এয়ার চিফ মার্শাল ভাদুরিয়া।