পাকিস্তানের মতোই রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে কাশ্মীর প্রসঙ্গ খুঁচিয়ে তোলার চেষ্টা করল চিন। তবে ভারতের কড়া আপত্তিতে চিনের সেই কৌশল বাস্তবায়িত হয়নি। উলটে চিনের পদক্ষেপকে অযৌক্তিক প্রচেষ্টা উল্লেখ করে ভারতের অভ্যন্তরীণ বিষয়ে চিনকে নাক না গলানোর কড়া বার্তা দিল বিদেশ মন্ত্রক। আর এতে সবার সামনে চরম বেইজ্জত হল চিন।
বুধবারই জম্মু–কাশ্মীরের স্পেশাল স্ট্যাটাস প্রত্যাহার করে নেওয়ার এক বছর পূর্ণ হয়। সেদিনই রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে কাশ্মীর প্রসঙ্গে সরব হওয়ার চেষ্টা করে চিন। রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে পাকিস্তানের কাশ্মীর সংক্রান্ত ইস্যুকে সমর্থন জানায় চিন। কিন্তু পরিষদের পাঁচ স্থায়ী সদস্য দেশ—আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স এবং রাশিয়া তা নাকচ করে দিয়ে ভারতকেই সমর্থন করে।
বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে বলা হয়েছে, ‘আমরা আমাদের অভ্যন্তরীণ বিষয়ে চিনের হস্তক্ষেপ দৃঢ়ভাবে প্রত্যাখান করছি এবং এই ধরনের অযৌক্তিক প্রচেষ্টা থেকে যথাযথ উপসংহার টানার আহ্বান জানাচ্ছি। আমরা লক্ষ্য করেছি চিন রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু–কাশ্মীর নিয়ে আলোচনার চেষ্টা করে। এটা প্রথম নয়, আগেও চিন সম্পূর্ণভাবে ভারতের অন্তর্বর্তী ইস্যুতে আলোচনার চেষ্টা চালিয়েছিল। তবে কোনওবারই চিনের এই চেষ্টা আন্তর্জাতিক সমর্থন জোগাড় করতে পারেনি।’
ভারত ও চিনের লাদাখ সীমান্তের বিবাদের রেশ এখনও কাটেনি তার মধ্যেই ফের কাশ্মীরকে আন্তর্জাতিক জায়গায় নিয়ে যেতে চাইল চিন। আগেও চিনের তোলা এই বিষয় বারবার রাষ্ট্রপুঞ্জে অন্যান্য সদস্যদের প্রত্যাখানের বিষয় হয়েছে। এই প্রসঙ্গে রাষ্ট্রপুঞ্জের এক কূটনীতিক বলেন, ‘অধিকাংশ সদস্য দেশই মনে করে যে বিষয়টি দ্বিপাক্ষিক স্তরে সমাধান হওয়া প্রয়োজন এবং কোনওমতেই তা নিরাপত্তা পরিষদে তুলে মূল্যবান সময় অপচয়ের প্রয়োজন নেই।’