The Foreign Ministry has decided to halve the staff of the Pakistan High Commission in Delhi. This has even been reported to Pakistan. India has informed Pakistan that the staff of the Indian High Commission in Islamabad will also be halved.
দেশ লিড নিউজ

পাক হাই কমিশনকে কড়া বার্তা ভারতের

পেছন থেকে খেলার দিন যে শেষ তা পাকিস্তানকে এবার বুঝিয়ে দিল ভারত। এবার বড় পদক্ষেপ করল ভারত। সেটা হল— দিল্লিতে পাকিস্তান হাই কমিশনের কর্মীসংখ্যা অর্ধেক করার সিদ্ধান্ত নিল বিদেশ মন্ত্রক। এমনকী এই কথা জানিয়ে দেওয়া হয়েছে পাকিস্তানকে। ভারতের পক্ষ থেকে পাকিস্তানকে জানানো হয়েছে, ইসলামাবাদে ভারতীয় হাই কমিশনের কর্মীসংখ্যাও কমিয়ে অর্ধেক করে দেওয়া হবে।
পাক হাই কমিশনের চার্জ ডি–অ্যাফেয়ার্স’‌কে বিদেশ মন্ত্রকে ডেকে পাঠায় ভারত। তারপর জানিয়ে দেওয়া হয়, পাক হাই কমিশনের কর্মীদের গতিবিধি নিয়ে বারেবারেই আপত্তি করেছে ভারত। ৩১ মে পাক হাই কমিশনের দুই কর্মীকে চরবৃত্তি করার সময় ধরে পুলিশ। এমনকী পাকিস্তানে ফেরতও পাঠানো হয়। এছাড়াও হাই কমিশনের কর্মীরা জঙ্গি সংগঠনের সঙ্গে যোগাযোগ রেখে চলেন। তাই এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে ভারত।
উল্লেখ্য, দিল্লিতে পাক হাই কমিশনের দুই কর্মী চরবৃত্তির অভিযোগে ধরা পড়ার পর ইসলামাবাদে ভারতীয় হাই কমিশনের দুই কর্মীকে আটক করে আইএসআই। বিমানবন্দর যাওয়ার পথে তাদের তুলে নিয়ে যায় আইএসআই কর্মীরা। সারাদিন আটকে জেরা করা হয়, শারীরিকভাবে হেনস্থা করা হয়, নোংরা জল পান করতে দেওয়া হয়। পরে পাকিস্তান স্বীকার করে হাই কমিশনের দুই কর্মী তাদের হেপাজতে রয়েছে।
বিদেশমন্ত্রকের তরফে বলা হয়েছে, পাকিস্তানে বন্দুক দেখিয়ে ভারতের দুই অফিসারকে তুলে নিয়ে যাওয়া হয়। তাঁদের সঙ্গে খারাপ ব্যবহার করা হয়। তারা ২২ জুন দেশে ফিরেছেন। তাঁদের সঙ্গে বর্বর আচরণ করা হয়েছে। যা তাঁরা সবিস্তারে তা জানিয়েছেন। পাকিস্তান ও তার অফিসাররা ভারতের কূটনীতিকদের সঙ্গে আচরণ ভিয়েনা চুক্তি ও দ্বিপাক্ষিক সমঝোতার পরিপন্থী।