লিড নিউজ

আক্রান্তের নিরিখে ইতালিকে টপকে গেল ভারত!‌

করোনা আক্রান্তের সংখ্যায় এবার ইতালিকেও টপকে গেল ভারত। এখনও পর্যন্ত দেশে নতুন আক্রান্তের সংখ্যায় সর্বাধিক বৃদ্ধি হল। রাজ্যে একদিনে করোনা আক্রান্তের সংখ্যা ৪০০ ছাড়াল, আর দেশে একদিনে করোনা আক্রান্তের সংখ্যা ১০ হাজার ছুঁইছুঁই। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পেশ করা পরিসংখ্যান অনুযায়ী শনিবার সকালের পর ভারতে মোট করোনা–রোগী বেড়ে হয়েছে ২ লক্ষ ৩৬ হাজার ৬৫৭। তার মধ্যে সক্রিয় রোগী রয়েছেন এক লক্ষ ১৫ হাজার ৯৪২। মৃত্যু হয়েছে ৬৬৪২ জনের।
এখন প্রশ্ন উঠছে, শুধু পরিযায়ীরাই এত সংক্রমণের জন্য দায়ী? স্বাস্থ্য দপ্তরের একটি সূত্রের বক্তব্য, মহারাষ্ট্র, গুজরাতের মতো করোনা কবলিত রাজ্যগুলি থেকে অনিয়ন্ত্রিতভাবে শ্রমিকেরা ঘরে ফেরায় সংক্রমণ বাড়ছে। এমনকী অন্য একটি সূত্র বলছে, আনলক করে দেওয়ার কারণেই এই পরিস্থিতি তৈরি হয়েছে। গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন জন ৯,৮৮৭ জন। আর মৃত্যু হয়েছে ২৯৪ জনের।
শনিবার সকালের পরিসংখ্যান বলছে, অসমে রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ২,১৫৩। ত্রিপুরায় মোট করোনা রোগীর সংখ্যা ৬১৯। আর অরুণাচল প্রদেশ, মণিপুর, নাগাল্যান্ড আর মিজোরামে করোনা–রোগীর সংখ্যা বেড়ে হয়েছে যথাক্রমে ৪৫, ১৩২, ৯৪ আর ২২। এছাড়া গত ২৪ ঘণ্টায় আক্রান্তের নিরিখে বেশ কিছু রাজ্য রেকর্ড করেছে। তার মধ্যে উল্লেখযোগ্য তামিলনাড়ু। পশ্চিমবঙ্গ, কেরল, আর গুজরাতও সর্বাধিক রোগী বৃদ্ধি হয়েছে।