দেশ ব্রেকিং নিউজ

করোনায় ৫০ লক্ষ পার

ভারতে কোভিড আক্রান্তের সংখ্যা পেরিয়ে গেল ৫০ লক্ষের গণ্ডি। গত ২৪ ঘণ্টায় আরও ৯০ হাজারেরও বেশি মানুষের সংক্রমণে মোট আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৫০ লাখ। একদিনে মৃত্যু হয়েছে আরও প্রায় ১৩০০ আক্রান্তের। দেশে মোট করোনায় মৃতের সংখ্যা ৮২ হাজার ছাড়িয়েছে।এই পরিস্থিতিতে গোটা দেশে উদ্বেগ ও আতঙ্ক বেড়েছে। আনলক ফোর হতেই এই পরিস্থিতিতৈরি হয়েছে বলে মনে করা হচ্ছে।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী, মঙ্গলবার ভারতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৫০ লক্ষ ২০ হাজার ৩৫৯। গত ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৯০ হাজার ১২৩ জন। ৫,৮৭২ বেড়ে সক্রিয় রোগী বর্তমানে রয়েছেন ৯ লক্ষ ৯৫ হাজার ৯৩৩ জন। গত ২৪ ঘণ্টায় সব থেকে বেশি আক্রান্তের খোঁজ মিলেছে মহারাষ্ট্রেই (২০,৪৮২)। তারপরে রয়েছে অন্ধ্রপ্রদেশ (৮,৮৪৬)‌, কর্নাটক (৭,৫৭৬), উত্তরপ্রদেশ (৬,৮৯৫), তামিলনাড়ু (৫,৬৯৭), দিল্লি (৪,২৬৩), ওড়িশা (৩,৬৪৫), ছত্তিশগড় (৩,৩৩৬), পশ্চিমবঙ্গ (৩,২২৭), কেরল (৩,২১৫)।
করোনা প্রতিরোধ করতে গিয়ে বারবারই বলা হচ্ছে, সামাজিক দূরত্বের কথা৷ আক্ষরিক অর্থে এই শব্দবন্ধটি সঠিক নয়৷ সামাজিক দূরত্ব তৈরি করে করোনা দূর করা সম্ভব নয়। তার জন্য প্রয়োজন শারীরিক দূরত্ব তৈরি করা৷ অবিলম্বে কেন্দ্রীয় সরকার নিজেদের অবস্থান পরিবর্তন করুন, সামাজিক দূরত্বের পরিবর্তে শারীরিক দূরত্ব তৈরির কথা জানানো হোক বলে রাজ্যসভায় এই দাবি তুলেছেন তৃণমূল কংগ্রেসের চিকিৎসক সাংসদ শান্তনু সেন৷