শুক্রবার ফের রেকর্ড তৈরি হল। আর একই সংখ্যা মোট আক্রান্তের সংখ্যাটা ১০ লক্ষের গণ্ডি পেরিয়ে গেল। একদিনে নতুন সংক্রমণের সংখ্যা এবার ৩৪,০০০ ছাড়িয়ে গেল। গত ২৪ ঘণ্টায় সর্বাধিক আক্রান্ত হওয়ায় দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা এক লাফে বেড়ে ১০ লাখ ছাড়িয়ে গিয়েছে। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন আরও ৩৪,৯৫৬ জন। একদিনে মৃত্যু হয়েছে আরও ৬৮৭ জনের।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্য বলছে, ভারতে এই মুহূর্তে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১০ লক্ষ ৩ হাজার ৮৩২। তার মধ্যে সক্রিয় রোগী রয়েছেন ৩ লক্ষ ৪২ হাজার ৪৭৩ জন। সুস্থ হয়েছেন ৬ লক্ষ ৩৫ হাজার ৭৫৭ জন। মৃত্যু হয়েছে ২৫,৬০২ জনের। গত ২৪ ঘণ্টায় ভারতে মতুন করে আক্রান্ত হয়েছেন ৩৪,৯৫৬ জন। সুস্থ হয়েছেন ২২,৯৪২ জন। মৃত্যু হয়েছে ৬৮৭ জনের। এখনও পর্যন্ত দেশে সুস্থতার হার ৬৩.৩%। মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২৫,৬০২।
আশঙ্কার তথ্য উঠে এসেছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অব সায়েন্সের একটি রিপোর্টে। তাদের সমীক্ষা রিপোর্ট বলছে, ১ সেপ্টেম্বর মাসের মধ্যে ভারতে করোনায় আক্রান্ত হতে পারেন ৩৫ লক্ষ মানুষ! করোনার সংক্রমণের সঙ্গে মৃত্যুমিছিলও দীর্ঘ হবে। সমীক্ষা রিপোর্টে বলা হয়েছে, সেপ্টেম্বর মাসের শুরুর মধ্যেই দেশে মৃত্যু হতে পারে ১ লক্ষ ৪০ হাজার মানুষের। দেশে যদি করোনা সংক্রমণ ছড়ানোর ক্ষেত্রে বাঁধ দেওয়া যায়, তাহলে হয়তো কিছুটা কমানো যেতে পারে সংখ্যা।