ভারত এবং চিন সেনার রক্তক্ষয়ী সংঘর্ষে শহিদ হলেন এক ভারতীয় কর্নেল ও দুই জওয়ান। মঙ্গলবার ভারতীয় সেনাবাহিনী সূত্রে খবর, লাদাখের গালোয়ান উপত্যকা থেকে পিছিয়ে আসছিল ভারতীয় সেনা জওয়ানরা। তখন অতর্কিতে গুলিবর্ষণ শুরু করে চিনের সেনা। আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায় ভারতীয় সেনাবাহিনীও। চিনের গুলিতে শহিদ হয়েছেন ভারতীয় সেনার ১ আধিকারিক ও ২ জওয়ান। চিনকেও প্রত্যুত্তর দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। পাকিস্তানের মতোই পেছন থেকে আক্রমণ করল চিন বলে মনে করা হচ্ছে।
জানা গিয়েছে, সোমবার রাতে লাদাখের গলওয়ান উপত্যকায় এই সংঘর্ষ ঘটে। কয়েকদিন ধরেই গলওয়ান উপত্যকায় দুই দেশের সেনার মধ্যে একাধিকবার মুখোমুখি সংঘর্ষ ঘটেছে। এই ব্যাপারে দুই দেশের মধ্যে আলোচনাও চলছে। তারই মধ্যে গতকালের ঘটনা নতুন করে উত্তেজনার সৃষ্টি করল। আপাতত উত্তপ্ত পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গলওয়ান উপত্যকায় দুই দেশের সেনা আধিকারিকরা দেখা করার পর আলোচনা করবেন বলে জানানো হয়েছে।
উল্লেখ্য, গলওয়ান উপত্যকা, নাকু লা এবং প্যাগং লেকের উত্তরপ্রান্তে প্রকৃত নিয়ন্ত্রণরেখা পেরিয়ে ভারতীয় এলাকায় কয়েক কিলোমিটার অনুপ্রবেশ করে চিনের লালফৌজ। সেখানে ঘাঁটি সম্প্রসারণের খবরও পাওয়া যায়। তারপরই ভারতও বাড়তি সেনা মোতায়েন করে। জটিলতা কাটাতে বেশ কয়েকদিন ধরেই দু’দেশের উচ্চপর্যায়ের কূটনৈতিক এবং সামরিককর্তারা দফায় দফায় বৈঠক করছেন। বেজিং গত সপ্তাহে তাদের সেনা পিছিয়ে নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। তবে সেই প্রতিশ্রুতি ভঙ্গ করা হয়েছে।
