In order to maintain social distance, the army had to cancel the event. This day is celebrated every year on both sides of the border. But this time the Indian and Chinese armies will not hold any formal exchange of greetings.
দেশ ব্রেকিং নিউজ

ভারত–চিন অনুষ্ঠান বাতিল

সামাজিক দূরত্ব বজায় রাখতে গিয়ে অনুষ্ঠানই বাতিল করে দিতে হল সেনাবাহিনীকে। আজ ১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস। এই দিনটিকে প্রত্যেক বছর সীমান্তের দু’‌পারে সৌভ্রাতৃত্ববোধ বিনিময় করা হয়। কিন্তু এবার আর কোনও আনুষ্ঠানিক শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান করবে না ভারতীয় এবং চিনের সেনাবাহিনী। কারণ নেপথ্যে সেই কোভিড–১৯ মহামারি।
সেনাবাহিনী সূত্রে খবর, এই দিনটিতে ভারতীয় সেনাবাহিনী এবং চিনের লালফৌজের মধ্যে প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর পাঁচটি এলাকায় অনুষ্ঠান উদ্‌যাপিত হয়। দুই দেশের সীমান্তে অবস্থিত লাদাখের দৌলত বেগ ওল্ডি এবং চুষুল, অরুণাচল প্রদেশের বুম লা, কিবিথু এবং সিকিমের নাথু লা’য় আনুষ্ঠানিক সীমান্ত কর্মীসভা অনুষ্ঠিত হয়। মিষ্টি বিতরণের মধ্যে দিয়ে সম্পর্ক সুদৃঢ় করা হয়। আজ তা হল না।
ভারতীয় সেনাবাহিনী সূত্রে খবর, শুক্রবার মে দিবসে বিএপএমে অংশ নেবে না ভারত। পরিবর্তে টেলিফোনে চিনা সেনাকে শুভেচ্ছা জানানো হবে। করোনাভাইরাস প্রাদুর্ভাবের কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রতি বছর নির্দিষ্ট কয়েকটি দিনে দুই দেশের সেনাবাহিনী বিপিএমে অংশ নেয়। যার মধ্যে রয়েছে মে দিবস, স্বাধীনতা দিবস, সাধারণতন্ত্র দিবস এবং পিএলএ দিবস (১ আগস্ট)। শুধু তাই নয়, এই দিনগুলিতে দু’দেশের সেনাবাহিনীর মধ্যে আলোচনা, খেলাধুলো এবং গোষ্ঠীবদ্ধ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই ধরনের উদ্যোগের মাধ্যমে দুই দেশের সীমান্ত এলাকায় শান্তি এবং একে অপরের মধ্যে সম্প্রীতি নিশ্চিত করা হয়। করোনাভাইরাস সেই সম্প্রীতির আবহে থাবা বসিয়েছে।