ইউরোপের বাকি দেশগুলির পথই অনুসরণ করল ভারত। ৩১ ডিসেম্বর পর্যন্ত সে দেশ থেকে আসা কোনও উড়ান আর ভারতের মাটি ছুঁতে পারবে না। এই নিষেধাজ্ঞা ২২ ডিসেম্বর রাত থেকে কার্যকর হবে। ব্রিটেন থেকে ভারতে উড়ে আসা বিমান আগামী ৩১ ডিসেম্বর রাত পর্যন্ত বন্ধ থাকবে।
মঙ্গলবার মধ্যরাতের পর থেকে এই সিদ্ধান্ত কার্যকর হচ্ছে। কেন্দ্রের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, যাঁরা ২২ তারিখ রাত ১১.৫৯–এর মধ্যে ব্রিটেন থেকে ভারতে আসবেন, তাদের বিমানবন্দরে বাধ্যতামূলক করোনা পরীক্ষা করা হবে।
ব্রিটেনের করোনার নয়া ওয়েবের খবর পেয়েই ব্রিটেনের মুখের ওপরে দ্রুত দরজা বন্ধ করে দিয়েছিল বেলজিয়াম। পরিস্থিতির মোকাবিলায় সিল করে দেওয়া হয়েছিল সমস্ত সীমান্ত। ব্রিটেনের সমস্ত বিমান বাতিল করেছে নেদারল্যান্ডসও। একই পরিকল্পনা করছে ইতালি। সব মিলিয়ে ব্রিটেনের সঙ্গে যুক্ত আন্তর্জাতিক উড়ান ব্যবস্থা বিপর্যস্তই হয়ে পড়েছিল। ভারতও ব্রিটেনের সঙ্গে বিমান চলাচল নিয়ন্ত্রণ করার পথেই হাঁটল।
স্বাস্থ্য মন্ত্রকের জয়েন্ট মনিটারিং গ্রুপের বৈঠক হয়। সেই বৈঠকের পরেই এমন সিদ্ধান্ত নিয়েছে অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক। ৩১ তারিখের পর অবস্থা বুঝে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে কেন্দ্র। হর্ষ বর্ধন জানান, ব্রিটেনে নয়া চরিত্রের করোনাভাইরাস নিয়ে ‘সতর্ক’ কেন্দ্র। কিন্তু তা নিয়ে দেশবাসীদের আতঙ্কিত হওয়ার কিছু নেই।
