শনিবার বার্বাডোজ রূপ নিল নীল উৎসবে। ক্রিকেটের উৎসবের রং হল শুধুই নীল। ১৩ বছর পর আবারও বিশ্বকাপের খেতাব জিতল ভারত। সর্বশেষ ২০১১ ওয়ানডে বিশ্বকাপ জিতেছিল টিম ইন্ডিয়া।
২০০৭ সালের প্রথম আসরের চ্যাম্পিয়নরা ১৭ বছর পর শিরোপা পুনরুদ্ধার করল দক্ষিণ আফ্রিকাকে ৭ রানে হারিয়ে। অথচ ম্যাচের পরিস্থিতি বিবেচনায় একসময় মনে হচ্ছিল প্রোটিয়ারা প্রথমবার বিশ্বকাপের ফাইনালে উঠে শিরোপাটাও জিততে চলেছে। তবে পরিস্থিতি বদলে যায় ১৭৭ রান তাড়া করতে নামা দক্ষিণ আফ্রিকার ইনিংসের ১৭তম ওভারে। হেনরিক ক্লাসেন আউট হতেই উৎসবের ঢেউ ভারতীয় শিবিরে। বার্বাডোজের নীল গ্যালারিতে তখন সমর্থকদের বাঁধ ভাঙা উল্লাস।
আসলে তা হবেই বা না কেন, আউট হওয়ার আগে যে তাণ্ডব চালান দক্ষিণ আফ্রিকার এই ব্যাটার। অক্ষর প্যাটেলের করা ইনিংসের ১৫তম ওভারে দুটি করে চার ও ছয়ের সাহায্যে তোলেন ২৪ রান! এই ওভারের পর ১৭৭ রান তাড়া করা প্রোটিয়াদের সমীকরণ নেমে আসে ৩০ বলে ৩০ রানে। ইনিংসের ১৭তম ওভারে ক্লাসেন যখন আউট হন, তখন ২৩ বলে প্রয়োজন ২৬ রান। দক্ষিণ আফ্রিকার হাতে তখনো ৫ উইকেট। অথচ এই ম্যাচও কিনা ঘুরিয়ে দিলেন ভারতের বোলাররা। শেষ ওভারে ১৬ রান আটকাতে নেমে মাত্র ৮ রান দেন হার্দিক পাণ্ডিয়া। এতে উৎসবে মাতোয়ারা বার্বাডোজ থেকে দিল্লি, মুম্বাই, কলকাতা।
কেনসিংটন ওভালে টস জিতে ব্যাট করতে নেমে দারুণ শুরু ভারত। কিন্তু ৩৪ রানে ৩ উইকেট হারিয়ে বেশ চাপে পড়ে টিম ইন্ডিয়া। হাল ধরেন বিরাট। তাঁর ৭৬ রানের ইনিংস, অক্ষরের ৩১ বলে ৪৭ এবং শিবম দুবের ১৬ বলে ২৭ রানের সুবাদে ৭ উইকেটে ১৭৬ রান তোলে ভারত, যা টি-টোয়েন্টি বিশ্বকাপে রেকর্ড। আগেরটি ছিল ১৭৩ রানের।
রান তাড়া করতে নেমে ভারতের মতো শুরুটা ভালো হয়নি দক্ষিণ আফ্রিকার। ১২ রানে হারায় ২ উইকেট। দ্বিতীয় ওভারে ‘ড্রিম’ ডেলিভারিতে রিজা হেনড্রিকসকে ফেরান জসপ্রীত বুমরাহ। টুর্নামেন্টসেরার পুরস্কার জেতা এই পেসার ১৮তম ওভারে মাত্র ২ রান দিয়ে নেন মার্কো ইয়েনসেনের উইকেট। তাতেই কাজ সহজ হয়ে যায় ভারতের।
যদিও শুরু আর শেষের ধাক্কার মাঝে পুরো সময়টা ভারতীয় বোলারদেরে শাসন করেন প্রোটিয়া ব্যাটাররা। ওপেনার কুইন্টন ডি ককের ৩৯ এবং ক্রিস্টান স্টাবসের ৩১ রানের সঙ্গে ক্লাসেনের ২৭ বলে ৫২ রানের ঝড়ও বাঁচাতে পারেনি দক্ষিণ আফ্রিকাকে। শেষ ওভারে ১৬ রানের সমীকরণ মেলাতে গিয়ে সূর্যকুমারের দারুণ এক ক্যাচে ফেরেন ডেভিড মিলার (২১)। প্রোটিয়াদের শেষ আশাও শেষ ওখানে। শিরোপা ছোঁয়ার খুব কাছে গিয়েও ‘চোকার্স’ তকমা ঘোচাতে পারল না দক্ষিণ আফ্রিকা। অপরাজিত চ্যাম্পিয়ন ভারত। তাতেই উৎসবের রং নীল, ক্রিকেটের রং হল নীল!