খেলাধুলা দেশ ব্রেকিং নিউজ

অস্ট্রেলিয়াকে হারিয়ে টি-টোয়েন্টি সিরিজ জয় ভারতের

৫০ ওভারের বিশ্বকাপে না পারলেও কুড়ি ওভারের ম্যাচে ভারতের তরুণ ব্রিগেড অস্ট্রেলিয়াকে হারিয়ে দিল। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ দখল করল ভারত।

একদিনের বিশ্বকাপ ফাইনালের দু সপ্তাহের মধ্যে ভারত টি-টোয়েন্টি সিরিজে অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতে নিয়েছে। একটি ম্যাচ বাকি থাকতেই টি-টোয়েন্টি সিরিজের ভাগ্য নির্ধারিত হয়ে গেল এবং অবলীলায় সিরিজ করায়ত্ব করল সূর্য কুমার যাদবের নেতৃত্বে ভারতের তরুণ ক্রিকেট দল। ব্যাঙ্গালুরু পর্যন্ত অপেক্ষা করতে হল না। রায়পুরেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে জিতে গেল ভারত।

রায়পুরে পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজের চতুর্থ ম্যাচে ২০ রানে জিতে ৩-১ ফলে সিরিজে এগিয়ে যাওয়ায় পঞ্চম ম্যাচটি স্রেফ নিয়মরক্ষার। এদিন রায়পুরে ভারত প্রথমে ব্যাট করে কুড়ি ওভারে ৯উইকেটে ১৭৪ করলে পাল্টা ব্যাট করতে নেমে ৭ উইকেটে ১৫৪ রানের বেশি তোলা সম্ভব হয় নি অস্ট্রেলিয়ার পক্ষে। ভারতের পক্ষে ব্যাটে সর্বোচ্চ ৪৬ রান করেন রিঙ্কু সিং। ৩৫ রানের চমৎকার ইনিংস খেলেন উইকেটরক্ষক সন্দীপ শর্মা।৪ ওভারে ১৬ রানে ৩ উইকেট পেয়ে বোলারদের মধ্যে সবচেয়ে সফল অক্ষর প্যাটেল।