বাংলাদেশ

ভারত–বাংলাদেশকে এক আসনে বসালেন বিদেশমন্ত্রী

এবার ভারতের সঙ্গে অঙ্গাঙ্গিকভাবে বাংলাদেশ জড়িয়ে আছে বলে উছ্বাস প্রকাশ করলেন বাংলাদেশের বিদেশমন্ত্রী ডঃ একে আবদুল মোমেন। তিনি বলেন, ‘‌আমরা বলতে চাই বাংলাদেশের বিজয় মানে ভারতেরবিজয়। আর বাংলাদেশের উন্নয়ন মানেই ভারতের উন্নয়ন।’‌ মেহেরপুরে ‘মুজিবনগর স্মৃতিসৌধ’ পরিদর্শন শেষে আবেগে ভেসে এই মন্তব্য করেন বাংলাদেশের বিদেশমন্ত্রী।
উল্লেখ্য, বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময়ে মেহেরপুরের আম্রকাননে ‘বাংলাদেশের অস্থায়ী সরকার গঠিত’ হয়েছিল। স্বাধীনতা পরবর্তী সময়ে এটিকে মুজিবনগর নাম দেওয়া হয়। স্বাধীনতার সূর্য–সন্তানদের শ্রদ্ধার নির্দশন হিসেবে মুজিবনগরে স্মৃতিসৌধ নির্মাণ করা হয়। সেই স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেন বাংলাদেশের বিদেশমন্ত্রী।
তিনি জানান, মুক্তিযুদ্ধ চলাকালীন সময় থেকেই ভারতের সঙ্গে নাড়ির সম্পর্ক আমাদের। এই সম্পর্ক ছিন্ন হওয়ার নয়। ২০২১ সালে বাংলাদেশের স্বাধীনতার রজতজয়ন্তী। ভারতকে নিয়েই বাংলাদেশ এই উৎসব পালন করা হবে। কারণ বাংলাদেশের বিজয় মানে ভারতের বিজয়। আবার ভারতের বিজয় মানে বাংলাদেশের বিজয়। বাংলাদেশকে প্রায় এক হাজারের বেশি পণ্য শুল্কমুক্ত করার সুবিধা দিয়েছে চিন। তাতে কিন্তু ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কে খারাপ হয়নি। কেউ কেউ এটাকে নিয়ে রাজনীতি করার চেষ্টা করছেন।
এদিন বিদেশমন্ত্রী বলেন, মুজিববর্ষে বঙ্গবন্ধুর খুনিদের দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার কথা থাকলেও তা সম্ভব হয়নি। পাঁচ খুনি এখনও জীবিত। তার মধ্যে দু’জনের সন্ধান পাওয়া মিলেছে। তারা আমেরিকা এবং কানাডায় রয়েছে। তবে দুই খুনির একজনকে অন্তত দেশে আনার জোর প্রক্রিয়া চলছে। যাদের আনা সম্ভব হচ্ছে না, তাদের বাড়ির সামনে মাসে অন্তত একবার হলেও লোকজন নিয়ে অবস্থান করতে দূতাবাসগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে। যাতে খুনিরা তাদের কৃতকর্মের জন্য জনগণের কাছে ধিকৃত হয়।