দেশ ব্রেকিং নিউজ

ভারত–আমেরিকার চুক্তি সম্পন্ন

এবার গুপ্ত স্যাটেলাইট ও সেন্সর ডেটা ভারতের সঙ্গে শেয়ার করবে আমেরিকা। সেটা ব্যবহার করে নিজেদের মিসাইল ও ফৌজ মোতায়েনের ক্ষেত্রে আরও নিঁখুত পন্থা অবলম্বন করতে পারবে ভারত। প্রয়োজন পড়লে যাতে ভারত–আমেরিকা পরস্পরের প্রতিরক্ষা সংক্রান্ত প্রযুক্তির বিনিময় করতে পারে দুই দেশের মধ্যে সেই সংক্রান্ত এক জরুরি চুক্তি মঙ্গলবার সাক্ষরিত হল।
মঙ্গলবার থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয় ভারত–মার্কিন ২+২ বৈঠক। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেন, ‘‌ভারত–মার্কিন তথ্য আদানপ্রদানের ক্ষেত্রে দিগন্ত খুলে গেল বেকা সই হওয়ার পর। মার্কিন প্রতিরক্ষাসচিব মার্ক এসপার বলেন, ‘‌দুই দেশ এখনকার পরিস্থিতির যে চ্যালেঞ্জ, সেটাকে মোকাবিলা করছে। মুক্ত ও খোলা ভারত–প্যাসিফিকের লক্ষ্যে তাঁরা এগোচ্ছেন বলে জানান এসপার।
ভারত–আমেরিকার মধ্যে এটা চতু্র্থ ও চূড়ান্ত এক সমঝোতা। ২০০২, ২০১৬ এবং ২০১৮ সালে ইতিমধ্যেই দু’‌দেশের মধ্যে প্রতিরক্ষা সংক্রান্ত বেশ কিছু চুক্তি সম্পন্ন হয়েছে। বেকা’‌র শক্তিতে বলিয়ান ভারত আমেরিকার কাছ থেকে যুদ্ধপ্রযুক্তি সংক্রান্ত বেশ কিছু সুবিধা পাবে। আমেরিকা ভারতকে তাদের উপগ্রহ এবং সেন্সর তথ্য বিনিময় করতে বাধ্য থাকবে। আর ভারত মহাসাগরে চিনের আধিপত্যের ওপরেও নজরদারি চালাতে পারবে ভারত।
মার্কিন বিদেশসচিব স্পষ্ট বলেন, ‘‌এদিন যে অনেক কিছু নিয়ে আলোচনা হয়েছে। কিভাবে উহান থেকে উৎপন্ন মহামারীকে ঠেকানো যায়, চিনের কমিউনিস্ট পার্টি যেভাবে অঞ্চলে নিরাপত্তা ও স্বাধীনতার ক্ষেত্রে একটি বড় বাধা হয়ে উঠছে, সেই নিয়েও কথা হয়েছে। সংবাদসংস্থা এএফপি জানিয়েছে, এই বেকা’‌র ফলে ভারত অত্যাধুনিক–গুপ্ত স্যাটেলাইট ও সেন্সর ডেটা পাবে আমেরিকা থেকে যেটা ব্যবহার করা হবে মিসাইল কোথায় তাক করতে হবে বা সেনা কোথায় মোতায়েন করতে হবে সেটার জন্য।