দেশ ব্রেকিং নিউজ

Independence Day: স্বাধীনতা দিবসের চূড়ান্ত প্রস্তুতি দিল্লিতে

স্বাধীনতা দিবসের চূড়ান্ত প্রস্তুতি চলছে রাজধানী দিল্লিতে। ভারত এই বছর নিজস্ব স্বাধীনতার ৭৮-তম বছর উদযাপন করবে। তার আগে মঙ্গলবার সকালে দিল্লির লালকেল্লায় স্বাধীনতা দিবসের প্রস্তুতি চলে জোরকদমে। দিল্লিতে নিরাপত্তাও আঁটোসাঁটো করা হচ্ছে।

স্বাধীনতা দিবস উপলক্ষ্যে নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে দক্ষিণ-পূর্ব এডিসিপি হর্ষ ইন্দোরা বলেন, “আমাদের বাহিনী সর্বত্র মোতায়েন করা হয়েছে, আমরা লাইসেন্স ছাড়া পরিচালিত অবৈধ গেস্ট হাউস ও হোটেলগুলি সিল করে দিয়েছি। সীমান্তে চেকিং করা হচ্ছে এবং যানবাহনগুলিও পুঙ্খানুপুঙ্খভাবে চেক করা হচ্ছে। সিসিটিভি ক্যামেরায় নজরদারি করা হচ্ছে।”

স্বাধীনতা দিবস উপলক্ষ্যে জম্মু ও কাশ্মীরেও নিরাপত্তা বাড়ানো হয়েছে। ৭৮-তম স্বাধীনতা দিবস উদযাপনের আগে নিরাপত্তা জোরদার করা হয়েছে জম্মু-শ্রীনগর হাইওয়েতে, গুরুত্বপূর্ণ এই হাইওয়েতে চলছে বিশেষ নজরদারি।

উধমপুরের ডিএসপি প্রহ্লাদ কুমার বলেন, “সিআরপিএফ, সিআইএসএফ এবং অন্যান্য নিরাপত্তা বাহিনী তৎপর রয়েছে। আমরা জম্মু-শ্রীনগর জাতীয় সড়কে যাতায়াতকারী বিভিন্ন যানবাহন চেক করছি। আমরা সবাইকে পরামর্শ দিচ্ছি, সন্দেহজনক কিছু দেখলে পুলিশকে জানান।”