দেশ লিড নিউজ

Independence Day 2022: স্বাধীনতা দিবসে ৫ সংকল্প মোদীর

স্বাধীনতা দিবসে ৫টি সংকল্প নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ২০৪৭-র মধ্যে উন্নত দেশ হিসেবে বিশ্বে আত্মপ্রকাশ করবে ভারত। সোমবার স্বাধীনতার ৭৫ বছর পূর্তিতে লালকেল্লা থেকে এই ভাষণ দেন প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী। এর জন্য দেশের যুব সমাজকে এগিয়ে আসতে বলেছেন তিনি। পাশাপাশি দেশবাসীকে ৫টি সংকল্প নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। এদিন দেশবাসীকে আগামী ২৫ বছরের জন্য ৫টি সংকল্প নেওয়ার আহ্বান জানান তিনি। পাশাপাশি এদিন প্রধানমন্ত্রী বলেন, দেশের ঐতিহ্যের জন্য সকলের গর্ব করা উচিত বলে।

এই ৫ টি সংকল্প হল- প্রথমত, দেশের সর্বত্র শিক্ষার প্রসার বাড়িয়ে দিতে হবে। প্রতিটা দেশবাসীকে শিক্ষার দিকে নজর দিতে হবে। তবেই দেশের উন্নত হবে। দ্বিতীয়ত, দেশে কোনও দাসত্ব থাকবে না। তৃতীয়ত, দেশের ঐতিহ্যকে রক্ষা করার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী। চতুর্থত, বিভেদ ভুলে দেশবাসীকে ঐক্যবদ্ধ থাকার কথাও বলেছেন নরেন্দ্র মোদী। পঞ্চমত, সবাইকে নাগরিক কর্তব্য পালনে জোর দেওয়ার জন্যেও আহ্বান জানিয়েছেন তিনি। স্বাধীনতা দিবসে লালকেল্লা থেকে ভাষণ শুরু করার সময় প্রধানমন্ত্রী বলেন, ‘নানান বৈচিত্রের দেশ ভারত।’

এদিন দেশের যুবসমাজের উদ্দ্যেশ্যে তিনি বলেন, ‘এখন যাঁদের বয়স ২০-২৫ বছর, ২০৪৭-র মধ্যে তাঁদের বয়স ৫০ হবে। ওই সময় ভারত আর উন্নয়নশীল দেশ থাকবে না। উন্নত দেশে পরিণত হবে ভারত।’