নতুন বছরের শুরুতেই অনির্দিষ্টকালের জন্য রেশন ধর্মঘট। একাধিক দাবিতে অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস শপ ডিলার্স ফেডারেশন দেশজুড়ে অনির্দিষ্টকালের জন্য রেশন ধর্মঘটের ডাক দিয়েছে। মঙ্গলবার অর্থাৎ আজ থেকে শুরু রেশন ধর্মঘট।
জানা গিয়েছে, গোটা রাজ্যে মোট ১৮ হাজার রেশন দোকান বন্ধ থাকবে। পাশাপাশি আগামী ১৬ জানুয়ারি দিল্লির রামলীলা ময়দানে রেশন ডিলারদের সমাবেশ রয়েছে। এইদিনই সংসদভবন অভিযানেও যাবেন তাঁরা। প্রধানমন্ত্রীর কাছে ডেপুটেশন জমা দেবেন তাঁরা। স্বাভাবিকভাবেই পরিষেবা সম্পূর্ণ ব্যহত হওয়ার আশঙ্কায় সাধারণ মানুষ। দেশের ৫ লাখের উপরে রেশন দোকানে তালা ঝুলবে।
সংগঠনের তরফে জানানো হয়েছে, যত দিন না পর্যন্ত রেশন ডিলারদের মাসিক ন্যূনতম ৫০ হাজার টাকা আয় সুনিশ্চিত হচ্ছে, অতিরিক্ত কোনও খরচের বোঝা নেওয়া সম্ভব নয়।
অভিযোগ, এ রাজ্যে আবার পিডিএস কন্ট্রোলারের নামে রেশন দোকানদারদের উপর কার্যত মানসিক অত্যাচার করা হচ্ছে। তার প্রতিবাদে সম্প্রতি ধর্মতলায় খাদ্য ভবনের দফতরের সামনে প্রতিবাদ কর্মসূচিও তাঁরা পালন করেন। দুয়ারে রেশন নিয়েও রেশন ডিলারদের একটা অংশের মধ্যে তীব্র ক্ষোভ রয়েছে।পাশাপাশি ১৬ জানুয়ারি মঙ্গলবার দিল্লির রামলীলা ময়দানে রেশন ডিলারদের সমাবেশও রয়েছে। প্রায় ৫ লক্ষ ৩৮ হাজার রেশন দোকান অনির্দিষ্টকালের জন্য বন্ধের সিদ্ধান্ত নিয়েছেন ডিলাররা। তাঁদের দাবি একটাই অগ্রিম কমিশন। তা না মানা হলে ধর্মঘট চলবে বলেই হুঁশিয়ারি রেশন ডিলারদের। যদিও রেশন ডিলারদের কোনও সুপারিশ কার্যকর