ফের নিম্নচাপে উত্তাল উত্তর বঙ্গোপসাগর। অন্যদিকে, আরব সাগরে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। আর এই জোড়া ফলায় আগামী কয়েকদিন বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গে। আপাতত বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা কম থাকবে। ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। সোমবার থেকে ক্রমশ কমবে বৃষ্টিপাতের পরিমাণ। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকার জন্য অস্বস্তি আরও বাড়বে। তবে, নিম্নচাপের কারণে উত্তাল হতে পারে বঙ্গোপসাগর।
শনিবার শহর কলকাতার আকাশ রোদ ঝলমলে। তবে, বিকেলের দিকে দু-এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। আপাতত ভারী বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই। অন্যদিকে, আরব সাগরে একটি ঘূর্ণিঝড় তৈরি হতে পারে। এটি ক্রমশ উত্তর ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হবে বলে খবর। সোমবারের পর এটি দক্ষিণ ওড়িশা ও উত্তর অন্ধপ্রদেশ উপকূলে এগোবে। যার কারণে হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা রয়েছে। তবে ভ্যাপসা গরমে ভোগান্তি বাড়বে কলকাতায়। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকবে। এদিন কলকাতায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৯.৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াস থাকবে।
জানা যাচ্ছে, কলকাতা-সহ বেশ কয়েকটি জেলায় ছিটেফোঁটা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বিকেলের দিকে আংশিক মেঘলা থাকবে আকাশ। গরম এবং আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। এদিকে, আরব সাগরে ঘূর্ণিঝড় তৈরি হওয়ায় সমুদ্র উত্তাল থাকবে। শনিবার পশ্চিমবঙ্গের মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। ওডিশার মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা থাকবে রবিবার পর্যন্ত। অন্যদিকে, শনি এবং রবিবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি। অন্যান্য জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে।