কলকাতা সহ জেলায় জেলায় গত কয়েকদিন ধরেই ক্রমশ ঊর্দ্ধমুখী তাপমাত্রার পারদ। ইতিমধ্যে মৌসুমী বায়ু সক্রিয় হওয়ার ফলে আপাতত দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। দক্ষিণবঙ্গে ফের বদলাতে শুরু করেছে আবহাওয়া। যদিও গুমোট আবহাওয়ার জেরে বেড়েছে ভ্যাপসা গরমও। তীব্র গরমে নাভিশ্বাস ওঠার জোগাড় রাজ্যবাসীর।
বৃহস্পতিবার সকাল থেকেই সকালের আকাশ রোদ ঝলমলে। গুমোট আবহাওয়ার জেরে সকাল থেকেই বেড়েছে ভ্যাপসা গরম। কলকাতায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩৯ ডিগ্রি সেলসিয়াস।
পূর্বাভাস বলছে,হাওড়া, হুগলি, মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া,উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব ও পশ্চিম বর্ধমানে ধীরে ধীরে তাপমাত্রা বাড়বে। এদিকে, ভারী বৃষ্টির কারণে উত্তরবঙ্গের পাঁচ জেলায় আগামী ২৪ ঘন্টা লাল সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। বৃহস্পতিবার দার্জিলিং, কালিম্পঙ, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, মালদা ও দুই দিনাজপুরে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।