ব্রেকিং নিউজ লাইফস্টাইল

এটিএম পরিষেবায় বাড়ল সার্ভিস চার্জ

নতুন বছরে নতুন নিয়ম চালু হয়ে গেল এটিএম পরিষেবার ক্ষেত্রে। এখন থেকে এটিএম পরিষেবার জন্য ১ টাকা করে সার্ভিস চার্জ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আরবিআইয়ের নির্দেশ মতো এই নিয়ম চালু করেছে সমস্ত ব্যাঙ্কগুলি।

নির্ধারিত ছাড়ের থেকে বেশি সংখ্যায় এটিএম থেকে টাকা তুলতে হলে দিতে হবে আলাদা চার্জ। জানা গেছে, নির্ধারিত ফ্রি ট্রানজাকশন ছাড়া প্রতি এটিএম ট্রান্সজাকশনের জন্য এবার দিতে হবে ২১ টাকা। ২০২১ এর ১০ জুন রিজার্ভ ব্যাঙ্কের বিজ্ঞপ্তিতে জানানো হয়, ব্যাঙ্কগুলিকে ২০ টাকার পরিবর্তে ২১ টাকা সার্ভিস চার্জ করার অনুমতি দেওয়া হয়েছে। আর এই নিয়ম চালু হবে ২০২২ এর পয়লা জানুয়ারি থেকে। ব্যাঙ্কে অন্যান্য কোনও পরিষেবা পেতে গেলেও দিতে হবে আলাদা চার্জ।

ব্যাঙ্কের নিজস্ব এটিএম থেকে প্রতি মাসে ৫ বার ফ্রি ট্রানজাকশন করতে পারবেন গ্রাহকরা। টাকা তোলা বা অন্যান্য যে কোনও ট্রানজ়াকশন এ এক্ষেত্রে ফ্রি ট্রানজাকশন এর মধ্যে ধরে নেওয়া হবে। এরপরে কোন ট্রানজাকশন করতে হলে দিতে হবে অতিরিক্ত টাকা। ২০টাকার পরিবর্তে ২১ টাকা, আগের থেকে এক টাকা বেশি দিতে হবে গ্রাহকদের।

এটিএমে লেনদেন বাবদ পরিকাঠামোতে শেষ পরিবর্তন করা হয়েছিল ২০১২ সালের আগস্টে। তা শেষ সংশোধন করা হয় ২০১৪ সালে।এর আগেও মাসে অন্যান্য ব্যাঙ্কগুলির ক্ষেত্রে মেট্রো শহরে তিনটি এবং অন্যান্য জায়গায় পাঁচবার ফ্রী ট্রানজাকশন করা যেত । জারি করা নতুন নিয়মেও বিনামূূল্যে পরিষেবার সংখ্যা একই থাকছে।