ব্রেকিং নিউজ রাজ্য

বয়ানে অসঙ্গতি, রিয়ার মৃত্যু রহস্যের জট খুলতে গ্রেফতার স্বামী প্রকাশ কুমার

ঝাড়খন্ডের জনপ্রিয় ইউটিউবার রিয়া কুমারীর মৃত্যুর পেছনে তার স্বামী প্রকাশ কুমারের হাত রয়েছে কিনা তা জানতে তাকে হেফাজতে নিল পুলিশ।

তদন্তে উঠে আসা তথ্যে ও প্রকাশের অসঙ্গতি পূর্ণ বয়ানের ভিত্তিতে বৃহস্পতিবার গ্রেফতার করা হয় প্রকাশকে। মৃতা ইউটিউবারের মৃত্যু তদন্তে নেমে তদন্তকারীদের হাতে উঠে আসছে একাধিক তথ্য। যাকে কেন্দ্র করে অভিনেত্রীর মৃত্যু রহস্য নিয়ে নতুন করে ধোঁয়াশা তৈরী হয়েছে।

মৃতা রিয়ার স্বামী প্রকাশ কুমারের দেওয়া বয়নেও অসংগতি লক্ষ করেছেন তদন্তকারী আধিকারিকরা। পুলিশ সূত্রে খবর স্বামী প্রকাশ কুমারের বয়ান অনুযায়ী, আততায়ীরা রিয়াকে গাড়ির পিছনের দরজার সামনে খুব কাছ থেকে গুলি করে। যদিও গাড়ির ভিতর বুলেট ও খোল কোনোটাই পাওয়া যায়নি। এছাড়াও গাড়ির কাঁচ তোলা ছিল বলেই আধিকারিকদের জানায় প্রকাশ।

সেক্ষেত্রে প্রশ্ন উঠছে, যদি কাঁচ তোলা অবস্থায় বাইরে থেকে গুলি চালানো হয় সেক্ষেত্রে গাড়ির কাঁচ অক্ষত থাকলো কীভাবে? এছাড়াও গাড়িতে রিয়াকে গুলি করে হত্যা করা হয়েছে বলে দাবি করা হলেও গাড়ির মধ্যে রক্তের কোনো চিহ্ন মাত্র পাওয়া যায়নি। এই তথ্যগুলোই সবচেয়ে বেশি ভাবাচ্ছে তদন্তকারী অধিকারিকদের। ঘটনাস্থলে ধস্তাধস্তির বিবরণ দেওয়া হলেও ঘটনাস্থলে কোনো ধস্তাধস্তির চিহ্ন পাওয়া যায়নি বলেই পুলিশ সূত্রে খবর। সেক্ষেত্রে তদন্তকারী আধিকারিকরা ময়নাতদন্তের রিপোর্টকেই অধিক গুরুত্ব দিয়ে তদন্ত এগিয়ে নিয়ে যাওয়ার কথাই চিন্তা করছেন।

পুলিশকে দেওয়া তথ্য ও তার সঙ্গে বাস্তব পরিস্থিতির অসংগতির কারণে রিয়াকে অনত্র খুন করে গাড়িতে আনা হয়েছে বলেও অনুমান করছেন তদন্তকারী আধিকারিকরা। পাশাপাশি মেয়ের জন্মদিনের উপহার কেনার জন্য সুদূর ঝাড়খন্ড থেকে কলকাতা কেন আসা হচ্ছিল সেটাও ভাবাচ্ছে পুলিশকে। এই হত্যা রহস্যের উপর থেকে পর্দা সরাতে তদন্তকারী আধিকারিকরা স্বভাবতই বয়ানের অসংগতির কারণেই গ্রেফতার করেন রিয়া কুমারী ওরফে ঈশা আলিয়ার স্বামী প্রকাশ কুমারকে। জানা গেছে, তাকে উলুবেড়িয়া আদালতে পেশ করে বিচারকের কাছে তদন্তের স্বার্থে পুলিশি হেফাজতের আবেদন করা হবে।