রাজ্য লিড নিউজ

মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসের বাড়ি আয়কর হানা

সকাল সকাল রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসের ভাইয়ের বাড়িতে হানা আয়কর দফতরের।

জানা গিয়েছে, বুধবার সকাল সাড়ে পাঁচটা নাগাদ আয়কর দপ্তরের আধিকারিকরা পৌঁছন স্বরূপ বিশ্বাসের বাড়িতে। সঙ্গে রয়েছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। গোটা বাড়ি ঘিরে ফেলেছে কেন্দ্রীয় বাহিনী। কলকাতার বেহালা, পর্ণশ্রী-সহ আরও পাঁচ জায়গায় চলছে তল্লাশি।