বুধবার সকাল থেকে মুর্শিদাবাদ সহ দেশের বিভিন্ন প্রান্তে পতাকা শিল্প গোষ্ঠীর একাধিক অফিসে আয়কর দপ্তরের বিশেষ অভিযান শুরু হয়েছে। বেশ কয়েকটি গাড়িতে করে পতাকা বিড়ির অফিসে আসেন তাঁরা। এদিনও কেন্দ্রীয় বাহিনী নিয়ে হানা দেন ইডি আধিকারিকরা। কেন্দ্রীয় বাহিনী প্রথমেই অফিস ঘেরাও করে তল্লাশি অভিযান শুরু করে। সাগরদিঘী বিধানসভা উপ নির্বাচনের আগে আয়কর দফতরের এই হানায় জোর রাজনৈতিক চর্চা শুরু হয়েছে মুর্শিদাবাদ জেলা জুড়ে।
অন্যদিকে মালদহের কালিয়াচকেও পাঁচটি গাড়ি করে ইনকাম ট্যাক্স এর আধিকারিকরা এদিন হানা দেয় একটি বিড়ি ফ্যাক্টরিতে। জানা গিয়েছে,কালিয়াচকের সুলতানগঞ্জে এই বিড়ি ফ্যাক্টরিটিও পতাকা গ্রুপের। আয়কর দফতরের প্রায় ২৫ জন লোক ছিল সেই দলে। ফ্যাক্টরিতে ঢুকার সঙ্গে সঙ্গে সমস্ত মেন গেট বন্ধ করে দেয় কেন্দ্রীয় বাহিনী, তারপর দীর্ঘ সময় ধরে ভিতরে চলে তল্লাশি।
উল্লেখ্য, বেশ কিছুদিন আগেই মুর্শিদাবাদের সুতিতে বিধায়ক জাকির হোসেনের বাড়ি, গোডাউনে হানা দিয়েছিল আয়কর দফতর। পাশাপাশি সামসেরগঞ্জের আনন্দ বিড়ি ও বিজলি বিড়ির ফ্যাক্টরীতেও তল্লাশি অভিযান চালানো হয়। উদ্ধার করা হয়েছিল কোটি কোটি টাকা। সেই রেশ কাটতে না কাটতেই ফের আয়কর দফতরের হানা দিল মুর্শিদাবাদের ঔরঙ্গাবাদ ও মালদহের কালিয়াচকে অবস্থিত পতাকা বিড়ির ফ্যাক্টরীতে। ইনকাম ট্যাক্স দফতরের হানায় এদিধ কার্যত ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়।