রাজ্য লিড নিউজ

স্বরুপ বিশ্বাসকে নোটিস আয়কর দফতরের

টানা ৭২ ঘণ্টা পর মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপের বাড়িতে শেষ হল আয়কর দফতরের তল্লাশি। তল্লাশি শেষে ইতিমধ্যেই স্বরুপ বিশ্বাসকে আয়কর দফতরে তলব করা হয়েছে। আগামী এপ্রিল মাসের প্রথম সপ্তাহে হাজিরা দিতে বলা হয়েছে স্বরূপকে। রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে তল্লাশি বলেই দাবি স্বরূপ বিশ্বাসের।

সূত্রের খবর,বুধবার থেকেই গোটা বাড়ি ঘিরে রেখেছিল কেন্দ্রীয় বাহিনী। শুক্রবার পর্যন্ত কোনও নথি বা তথ্য উদ্ধার হয়নি। তদন্তের জন্য জিজ্ঞাসাবাদ করা হয় পরিবারের লোকজনদের। বুধবার স্বরূপ বিশ্বাসের বাড়ি ছাড়াও কলকাতার আরও পাঁচ জায়গায় তল্লাশি চালায় আয়কর দফতর। টানা তিনদিন ধরে চিরুনি তল্লাশির পর শনিবার ভোর পাঁচটা নাগাদ আয়কর আধিকারিকরা কেন্দ্রীয় বাহিনী নিয়ে বের হন স্বরূপ বিশ্বাসের বাড়ি থেকে। তাদের হাতে বেশ কিছু নথিও ছিল।

প্রসঙ্গত, বুধবার সকালেই মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসের নিউ আলিপুরের ফ্ল্যাটে হানা দিয়েছিলেন আয়কর দফতরের কর্তারা।‘ইডেন রিয়্যাল এস্টেট’ এবং ‘মাল্টিকন রিয়্যাল এস্টেট’ নামের দু’টি সংস্থার উচ্চপদস্থ কর্তা এবং আধিকারিকদের বাড়িতেও গিয়েছিলেন আয়কর আধিকারিকেরা। কর ফাঁকি দেওয়ার অভিযোগ ছিল ওই দুই সংস্থার বিরুদ্ধে।কিন্তু মন্ত্রীর ভাইয়ের বাড়িতে কী জন্য তল্লাশি চলছে তার সঠিক কারণ এখনও জানা যায়নি।