ব্রেকিং নিউজ রাজ্য

ফের আয়কর হানা

হাওড়া ও কলকাতা শহরের বিভিন্ন জায়গায় ফের আয়কর হানা। জানা গিয়েছে, ট্যাংরার এক মাছ ব্যবসায়ীর বাড়িতে আয়কর কর্তারা হানা দিয়েছে।

সূত্রের খবর,কলকাতার ওই ব্যবসায়ীর নাম মামরাজ আলি। বুধবার সকাল প্রায় সাড়ে ন’টা নাগাদ পূর্ব কলকাতার ট্যাংরায় এক অভিজাত আবাসনে হানা দেয় আয়কর আধিকারিকরা। সূত্রের খবর, মোট চারটি গাড়িতে আয়কর দফতরের কর্তারা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের সঙ্গে নিয়ে ওই আবাসনের মৎস্য ব্যবসায়ীর বাড়িতে হানা দেয়। ওই ব্যবসায়ী মূলত দেশ-বিদেশে প্যাকেজিং চিংড়ি রপ্তানি করে থাকেন। অভিযোগ, মাছ রপ্তানির পেছনে বেআইনি আর্থিক লেনদেনের সঙ্গে যুক্ত বই ব্যবসায়ী। রাজ্যের অনেক প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তি টাকা এই ব্যবসায়ীর মাধ্যমে বিদেশে পাচার হত বলেও অভিযোগ পাওয়া গিয়েছে।

শুধু ট্যাংরাতেই নয়, পাশাপাশি রাজ্যের আরও একাধিক জায়গায় ওই মৎস্য ব্যবসায়ীর বাড়িতে আয়কর হানা হয়েছে বলে সূত্রের খবর। হাওড়ায় বোটানিক্যাল গার্ডেন থানার অন্তর্গত পদ্মপুকুর ক্যারি রোড এলাকাতে আয়কর দফতর বিশেষ অভিযান চালায়। স্থানীয় দোয়ারিকা আবাসনেও আয়কর দপ্তরের অভিযান চালায়। পাইকারি মাছ ব্যবসায়ীর তাজ মোহাম্মদ কলকাতা চৌরঙ্গীতে তার অফিস। এখনও পর্যন্ত আয়কর অফিসাররা তল্লাশি চালাচ্ছে। তবে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে আয়কর দফতরের এই অভিযান ঘিরে শোরগোল পড়ে গিয়েছে এলাকায়।