বৃহস্পতিবার থেকে দিল্লিতে মেঘভাঙা বৃষ্টিতে নাজেহাল সাধারণ মানুষ। শনিবার রাত থেকে নতুন করে প্লাবিত হয়েছে রোহিণী, বুরারি এবং মধ্য দিল্লির বহু এলাকা। গঙ্গার এই বাড়বাড়ন্তে এখনও পর্যন্ত ১১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এদের মধ্যে ৬ জনেরই মৃত্যু হয়েছে জলে ডুবে!
আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী চার দিন ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে। ফলে পরিস্থিতির আরও অবনতি হতে পারে। এক নাগাড়ে ভারী বৃষ্টির জেরে উত্তরাখণ্ডের হরিদ্বারেও বিপদসীমা ছুঁয়েছে গঙ্গা। ইতিমধ্যে সুখী নদীর জলে প্লাবিত হয়েছে বহু রাস্তা। অনেক বাড়ি ডুবে গিয়েছে। রাজধানীর পাশাপাশি হরিদ্বারেও শুরু হয়েছে পানীয় জলের জন্য হাহাকার।
জানা যাচ্ছে, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, পঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ এবং রাজস্থানেও আগামী চারদিন ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে মৌসম ভবন।