ব্রেকিং নিউজ রাজ্য

বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা কোন কোন জেলায়?

রাজ্যজুড়ে বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর । শনিবার ঘন কালো মেঘে ঢাকা শহরের আকাশ। ইতিমধ্যেই কোনো কোনো জায়গায় শুরু হয়ে গিয়েছে ঝমঝমিয়ে বৃষ্টি। আপাতত ভ্যাপসা গরম থেকে মুক্তি বঙ্গবাসীর।

শনিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের অন্যান্য জেলায় বজ্রবিদ্যুত্‍ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই তালিকায় রয়েছে হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, বীরভূম, নদিয়া ও মুর্শিদাবাদ। বৃষ্টির পাশাপাশি ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে।

দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করেছে মৌসম ভবন। দার্জিলিং, কালিম্পং জলপাইগুড়িতে বজ্রবিদ্যুত্‍ সহ বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। অন্যদিকে কোচবিহার ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির পূর্বাভাস জারি হয়েছে। উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদাতেও বজ্রবিদ্যুত্‍ সহ বৃষ্টি হতে পারে। আগামী বেশ কয়েকদিন তাপমাত্রা পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই।

দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু ক্রমশই শক্তিশালী হয়ে উঠছে। এই বছর নির্ধারিত সময়ের পূর্বেই দেশে বর্ষা প্রবেশ করার কথা। অন্যদিকে আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জে ইতিমধ্যেই বর্ষা এসে গিয়েছে। দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু দক্ষিণ আন্দামান সাগর ও সংলগ্ন বঙ্গোপসাগরে অনেকটাই প্রবেশ করেছে। মনে করা হচ্ছে, আগামী ২৭ মে নাগাদ কেরলে বর্ষা ঢুকতে পারে। প্রসঙ্গত প্রতিবছর সর্বপ্রথম কেরলেই বর্ষা প্রবেশ করে‌।