রাজ্য লিড নিউজ

বজ্রবিদ্যুৎসহ ঝড়ের সম্ভাবনা কোন কোন জেলায়? দেখে নিন

মোকার প্রভাব কাটতেই রাজ্যজুড়ে শুরু হয়েছে ঝড়বৃষ্টি। সোমবার ৮৪ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে কালবৈশাখী আছড়ে পড়েছিল দক্ষিণবঙ্গে। ঝড়-বৃষ্টির দাপটে প্রাণ যায় ৬ জনের। যদিও মঙ্গলবার দক্ষিণের কয়েকটি জেলায় বৃষ্টি হলেও কলকাতায় বৃষ্টি হয় নি। এর মধ্যেই ফের বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। বৃহস্পতিবার থেকেই জেলায় জেলায় রয়েছে বৃষ্টির সম্ভাবনা।

সূত্রের খবর, বুধবার সহ আগামী কয়েকদিন তাপমাত্রা বাড়বে । সঙ্গে থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তিও । তবে বিকেলের পর থেকেই বদলাতে থাকবে আবহাওয়া। ঘন কালো মেঘে ঝেঁপে নামবে বৃষ্টি। কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বুধবার। কলকাতায় বুধবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২.১ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৪ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৮৭ শতাংশ।

উত্তরবঙ্গের জেলাগুলিতে শনিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি এবং হালকা ঝড়ের পূর্বাভাস রয়েছে। দার্জিলিং ও কালিম্পং জেলায় বৃষ্টির সম্ভাবনা বেশি। উত্তরবঙ্গের ৮টি জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া এবং বজ্রপাতের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।

অন্যদিকে, দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সঙ্গেই ঘণ্টায় ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া এবং বজ্রপাতের আশঙ্কা থাকছে। এর মধ্যেই মৌসম ভবন জানিয়েছে, চলতি বছর বর্ষা দেরিতে ঢুকবে বাংলায়। এমনিতে প্রথমে কেরলে প্রবেশ করে মৌসুমী বায়ু। বাংলায় তার প্রভাবে বৃষ্টি শুরু হয় মোটামুটি ৮ জুন নাগাদ। চলতি বছর কেরলেই বর্ষা ঢুকবে দেরিতে। ফলে বাংলায় বৃষ্টি শুরু হতে আরও দেরি হবে বলেই অনুমান আবহবিদদের।