সোমবার সকাল সাড়ে দশটায় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে RG Kar মামলার শুনানি শুরু হয়েছে। গোটা দেশের নজর আজ সুপ্রিম কোর্টের দিকে। প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জে বি পর্দিওয়ালা ও বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে স্বতঃপ্রণোদিত মামলার শুনানি হবে। ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে স্টেটাস রিপোর্ট জমা দিয়েছে রাজ্য সরকার। এমনকী রাজ্য স্বাস্থ্য দফতরের তরফ থেকে আলাদা রিপোর্ট জমা দেওয়া হয়েছে। আজ, সুপ্রিম কোর্ট কী রায় দেয়, আপাতত সেদিকেই তাকিয়ে গোটা দেশ।
RG Kar হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় তোলপাড় গোটা দেশ। RG Kar কাণ্ডের বিরুদ্ধে দেশজুড়ে চলছে বিক্ষোভের আগুন।বিচারের দাবি নিয়ে প্রায় প্রতিদিন রাজপথে নামছেন সাধারণ মানুষ। গত ৫ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি থাকলেও তা এক সপ্তাহ পিছিয়ে যায়।