টি টোয়েন্টি বিশ্বকাপ সেমিফাইনালে এসে এমন একপেশে এক ম্যাচ দেখতে হবে কে ভেবেছিল! ক্রিকেট বিশ্বে প্রবাদের মতো প্রচলিত আছে, দক্ষিণ আফ্রিকার দৌড় সেমিফাইনাল পর্যন্ত। কিন্তু সেমিফাইনালে গিয়েই খেই হারানো স্বভাব তাদের। তার ওপর এবার প্রতিপক্ষ টুর্নামেন্টের সারপ্রাইজ প্যাকেজ আফগানিস্তান। তবে রশিদ খানরা কোনো প্রতিদ্বন্দ্বিতাই করতে পারেননি। বলা যায় প্রোটিয়াদের বিপক্ষে স্রেফ উড়ে গেছে প্রথমবার সেমিফাইনাল খেলা আফগানিস্তান।
এদিন প্রথমে ব্যাট করে মাত্র ৫৬ রানে গুটিয়ে যায় আফগানিস্তান। জবাবে, ৯ উইকেটের বিশাল জয়ে ফাইনাল নিশ্চিত করেছে দক্ষিণ আফ্রিকা। ৬৭ বল বাকি থাকতেই রান তুলে দেয় দক্ষিণ আফ্রিকা।
সেমিফাইনালে আফগানদের ৫৬ রানে গুঁড়িয়ে দিতে উল্লেখযোগ্য ভূমিকা নেন কাগিসো রাবাদা। দলের অন্যতম পেসার কাগিসো রাবাদার কথায়, এবারের বিশ্বকাপ জিতবেন তাঁরাই।